বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অঘটন ভুলে সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

  •    
  • ৭ সেপ্টেম্বর, ২০২১ ২২:২৬

তৃতীয় ম্যাচে হারের অঘটন ভুলে বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আগের ম্যাচের ভুল শুধরে ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে মরিয়া ডমিঙ্গোর শিষ্যরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জেতার পর তৃতীয় ম্যাচে এসে অঘটনের শিকার হয় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোরে আটকে যাওয়ার পাশাপাশি টানা তিন ম্যাচ পর পরাজয়ের স্বাদ পায় স্বাগতিকরা।

এই অঘটন ভুলে বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। আগের ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে ম্যাচ এবং সিরিজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে মরিয়া ডমিঙ্গোর শিষ্যরা।

সর্বশেষ ম্যাচে ব্ল্যাকক্যাপদের স্পিন বিষে ভুগতে হয় টাইগার ব্যাটসম্যানদের। কোচের অভিযোগ, সবার ভেতর ধৈর্য্যের অভাব। আর সে কারণে চতুর্থ ম্যাচের আগে অনুশীলনে ব্যাটসম্যানদের ধৈর্য্য ধরে ব্যাট করার টোটকা দিয়েছেন জাতীয় দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স।

তিনি আশাবাদী নিজেদের ভুলগুলো শুধরে চতুর্থ ম্যাচে ফিরবে টাইগাররা।ম্যাচকে সামনে রেখে অনন্য দুটি মাইলফলকের সামনে দাড়িয়ে রয়েছেন সাকিব। আর মাত্র দুটি উইকেট নিলে তিনি নাম লেখাবেন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে।

একই সঙ্গে ইতোমধ্যে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১২ হাজার রান করা সাকিব এই দুটি উইকেটের মধ্য দিয়ে তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের উইকেট হবে ৬০০। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ১২ হাজার রান আর ৬০০ উইকেটের মালিক হবেন দেশসেরা এই অলরাউন্ডার।

দলীয়ভাবে এক দিনের বিশ্রামের পর সকাল থেকে ঘাম ঝড়ানো অনুশীলন করেছেন স্বাগতিক ক্রিকেটাররা।

একই সঙ্গে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা আনতে মুখিয়ে আছেন সাকিব-রিয়াদরা।

জয়টা বাংলাদেশের জন্য খুব একটা সহজ হবে না বলে জানান ব্ল্যাক ক্যাপস হেড কোচ গ্লেন পকনেল। বাংলাদেশের আগুনের জবাব আগুনে দেয়ার হুঙ্কার দিয়েছেন তিনি। জানিয়েছেন- ছেলেরা জয়ের বিষয়ে বেশ আত্মপ্রত্যয়ী।

চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ড দলে পরিবর্তন না এলেও বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নাঈমকে বসিয়ে খেলানো হতে পারে সৌম্যকে। সেই সঙ্গে সাইফউদ্দিনকে বেঞ্চে রেখে শরিফুল ইসলামকে নামানো হতে পারে।

বাংলাদেশ ম্যাচ জিতলে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেলবে। আর নিউজিল্যান্ড জয় পেলে বাংলাদেশকে লড়তে হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। যেটি অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর।

এ বিভাগের আরো খবর