বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ঘটনা ‘উদ্ভট’: ফিফা সভাপতি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ সেপ্টেম্বর, ২০২১ ১২:৩০

ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সভায় সোমবার রাতে পাঠানো এক ভিডিও বার্তায় ফিফা সভাপতি ইনফান্তিনো ইস্যুটি নিয়ে কথা বলেন। কোভিড সংকটের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেন সভাপতি।

কোভিড প্রটোকল ভাঙার জের ধরে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ বাতিল হওয়ার এক দিন পর মুখ খুললেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সাও পাওলোর ম্যাচের পরিস্থিতিকে উদ্ভট হিসেবে মন্তব্য করেন তিনি।আর্জেন্টিনার চার খেলোয়াড়কে ব্রাজিলের স্বাস্থ্য নিরাপত্তা কর্তৃপক্ষের প্রতিনিধিরা মাঠ থেকে সরিয়ে নিতে চাইলে শুরু হয় গণ্ডগোল। শেষ পর্যন্ত স্বাস্থ্য নিরাপত্তা প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা করা না গেলে ম্যাচ স্থগিত করে দেন ম্যাচ রেফারি। ম্যাচ শেষে ম্যাচের প্রতিবেদন দাখিল করেন রেফারি ও ম্যাচ কমিশনার।ফিফার হাতে পৌঁছেছে ওই রিপোর্ট। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও ব্রাজিল ফুটবল ফেডারেশনকে জবাবদিহি করতে ছয় দিনের সময় দিয়েছে ফিফা।ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সভায় সোমবার রাতে পাঠানো এক ভিডিও বার্তায় ফিফা সভাপতি ইনফান্তিনো এই বিষয়টি নিয়ে কথা বলেন। কোভিড সংকটের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেন সভাপতি।তিনি বলেন, ‘দক্ষিণ আমেরিকার অন্যতম ঐতিহ্যবাহী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচে কী ঘটেছে সেটা আমরা সবাই দেখেছি। কয়েকজন কর্মকর্তা, নিরাপত্তাকর্মী ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিট পর খেলোয়াড়দের সরিয়ে নিতে মাঠে প্রবেশ করেন। এটা উদ্ভট একটা পরিস্থিতি। তবে আমাদের এমন অবস্থা সামলাতে প্রস্তুত থাকতে হবে। কোভিডের সময় এমনটা হতে পারে।’রোববার রাতে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের হেলথ রেগুলেটরি এজেন্সির (আনভিসা) চার প্রতিনিধি স্টেডিয়ামে প্রবেশ করেন। সাইডলাইন থেকে রেফারিকে ম্যাচ থামাতে বলেন।তাদের উদ্দেশ্য ছিল আর্জেন্টিনার চার খেলোয়াড় এমিলিয়ানো মার্তিনেস, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ক্রিস্টিয়ান রোমেরো ও জিওভানি লো সেলসোকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার। আনভিসার দাবি মতে, এই চার তারকা তাদের জানাননি যে ব্রাজিলে আসার ১৪ দিন আগে তারা ইংল্যান্ডে ছিলেন।ব্রাজিলের নিয়ম অনুযায়ী কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া তালিকাভুক্ত দেশ থেকে ব্রাজিলে সফরকারীদের ১৪ দিনের কোয়ারেন্টিন করে দেশটিতে প্রবেশ করতে হবে।ওই তালিকায় ইংল্যান্ড রয়েছে। ওই চার খেলোয়াড়ের দুই জন বুয়েন্দিয়া ও মার্তিনেস খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলায় আর বাকি দুই জন খেলেন টটেনহ্যাম হটস্পারে।এরপর আর ম্যাচ অনুষ্ঠিত হয়নি। লিওনেল মেসির দল দেশে ফিরে আসে স্টেডিয়াম থেকে।আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে তারা ওই চার খেলোয়াড়কে ক্যাম্প থেকে ছেড়ে দিয়েছে যেন তারা সময়মতো ইংল্যান্ডে নিজ ক্লাবে যোগ দিতে পারেন।তবে ইংল্যান্ডে প্রবেশের আগে তারা ক্রোয়েশিয়ায় সাত দিনের কোয়ারেন্টিনে থাকবেন।

এ বিভাগের আরো খবর