বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাটকের সমাপ্তি শেষে ব্রাজিলেই যাচ্ছেন আনচেলত্তি

  • ক্রীড়া প্রতিবেদক   
  • ৬ মে, ২০২৫ ১৮:৩৩

ব্রাজিলের আনচেলত্তি প্রেমের শুরু থেকেই চলছে নাটক। গত বছর সেলেসাওদের ভালোবাসাকে দুহাতে ঢেলে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করেছিল ইতালিয়ান এই কোচ। চলতি বছরে আবারো আনচেলত্তির প্রেমে মজেছিল ব্রাজিল। এবার অবশ্য আনচেলত্তির দিক থেকেও এসেছিল সাড়া। কিন্তু পরিণয়ের কাছাকাছি গিয়ে আবারো মঞ্চস্থ হয় নতুন নাটক। তবে সব নাটকের সমাপ্তি হচ্ছে এবার। নাটক শেষে পরিণয়ের পথে ব্রাজিলের আনচেলত্তি প্রেম। ভেঙে পড়ছে দুই পক্ষের মাঝে গড়ে ওঠা রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের দেওয়াল।

দ্য অ্যাথলেটিকের ভাষ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ এবং আনচেলত্তি দুই পক্ষই মৌখিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এবং কার্লো আনচেলত্তি চাইলে মৌসুম শেষ হওয়ার আগেই লস ব্লাঙ্কোসদের ডেরা ছেড়ে যেতে পারবে। তবে হঠাৎই ঠিক কোন শর্তে এই সমঝোতা হয়েছে তা জানা যায়নি।

তবে শঙ্কা, দোলাচল আর প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে মৌসূমের শেষ এল-ক্লাসিকোর পরেই। তখনই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আনচেলত্তির রিয়াল ছাড়ার। তবে মৌসূম শেষ হওয়ার আগে সত্যিই ইতালিয়ান এই কোচ ক্লাব ছাড়বেন কিনা সেই আলোচনা চলছে বর্তমানে।

অবশ্য ব্রাজিল অপেক্ষা করতে চায় মৌসূম শেষ হওয়া পর্যন্তই। কয়েকদিন আগে ইএসপিএন জানিয়েছিল, আনচেলত্তিকে পেতে নতুন করে সময়সীমা বেধে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আগামী ২৬ তারিখের মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে চায় সিবিএফ। যেই দিন বা তার আগের দিন শেষ হবে রিয়াল মাদ্রিদের মৌসূম।

অবশ্য ব্রাজিলের এই বাইরে সময় বাড়ানোর সুযোগ নেই বললেই চলে। কারণ আগামী মাসের শুরুর দিকেই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে সেলেসাওরা। ৩ জুনের মধ্যে স্কোয়াড জমা দিতে হবে সেই ম্যাচ দুটির জন্য।

ব্রাজিলের আনচেলত্তি প্রেমের শুরু থেকেই চলছে নাটক। গত বছর সেলেসাওদের ভালোবাসাকে দুহাতে ঢেলে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করেছিল ইতালিয়ান এই কোচ। চলতি বছরে আবারো আনচেলত্তির প্রেমে মজেছিল ব্রাজিল। এবার অবশ্য আনচেলত্তির দিক থেকেও এসেছিল সাড়া। কিন্তু পরিণয়ের কাছাকাছি গিয়ে আবারো মঞ্চস্থ হয় নতুন নাটক। তবে সব নাটকের সমাপ্তি হচ্ছে এবার। নাটক শেষে পরিণয়ের পথে ব্রাজিলের আনচেলত্তি প্রেম। ভেঙে পড়ছে দুই পক্ষের মাঝে গড়ে ওঠা রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের দেওয়াল।

দ্য অ্যাথলেটিকের ভাষ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ এবং আনচেলত্তি দুই পক্ষই মৌখিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এবং কার্লো আনচেলত্তি চাইলে মৌসুম শেষ হওয়ার আগেই লস ব্লাঙ্কোসদের ডেরা ছেড়ে যেতে পারবে। তবে হঠাৎই ঠিক কোন শর্তে এই সমঝোতা হয়েছে তা জানা যায়নি।

তবে শঙ্কা, দোলাচল আর প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে মৌসূমের শেষ এল-ক্লাসিকোর পরেই। তখনই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আনচেলত্তির রিয়াল ছাড়ার। তবে মৌসূম শেষ হওয়ার আগে সত্যিই ইতালিয়ান এই কোচ ক্লাব ছাড়বেন কিনা সেই আলোচনা চলছে বর্তমানে।

অবশ্য ব্রাজিল অপেক্ষা করতে চায় মৌসূম শেষ হওয়া পর্যন্তই। কয়েকদিন আগে ইএসপিএন জানিয়েছিল, আনচেলত্তিকে পেতে নতুন করে সময়সীমা বেধে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আগামী ২৬ তারিখের মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে চায় সিবিএফ। যেই দিন বা তার আগের দিন শেষ হবে রিয়াল মাদ্রিদের মৌসূম।

অবশ্য ব্রাজিলের এই বাইরে সময় বাড়ানোর সুযোগ নেই বললেই চলে। কারণ আগামী মাসের শুরুর দিকেই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে সেলেসাওরা। ৩ জুনের মধ্যে স্কোয়াড জমা দিতে হবে সেই ম্যাচ দুটির জন্য।

ইএসপিএনের এই সংবাদের পরই কার্লো আনচেলত্তি বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে পারি– এই ক্লাব (রিয়াল মাদ্রিদ), এর সব খেলোয়াড় এবং সমর্থকদের আমি খুব ভালোবাসি, তাদের প্রতি আমার যথেষ্ট সম্মানও আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে (চলতি মে মাসের) ২৫ তারিখের পর কথা বলব, তার আগে নয়। আগামী ২৫ মে’র পর কী হবে, সেই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর এখন আমার দেওয়ার দরকার নেই।’

শেষ পর্যন্ত দুইয়ে-দুইয়ে চার ঠিকই হচ্ছে। সব ধোঁয়াশা কাটিয়ে ব্রাজিলেই যাচ্ছেন কার্লো আনচেলত্তি। আর রিয়াল মাদ্রিদও হয়ত নতুন মৌসুমের আগেই নিয়ে আসবে তাদের নতুন কোচ। আর সেই দৌড়ে সবার চেয়ে এগিয়ে রিয়ালেরই সাবেক তারকা এবং লেভারকুসেন কোচ জাবি আলোনসো।

এ বিভাগের আরো খবর