বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেষ দিনে ইংল্যান্ডের দরকার ২৯১, ভারতের ১০ উইকেট

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ সেপ্টেম্বর, ২০২১ ০৮:৪৫

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪৬৬ রানে অলআউট হয় ভারত। ফলে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৮ রানের। দ্বিতীয় ইনিংস বিনা উইকেটে ৭৭ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। পঞ্চম দিনে তাদের জয়ের জন্য দরকার ২৯১ রান।

টেইলএন্ডের দৃঢ়তায় ওভাল টেস্টে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিয়েছে ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪৬৬ রানে অলআউট হয় সফরকারী দল। ফলে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৮ রানের।

জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭৭ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। পঞ্চম দিনে তাদের জয়ের জন্য দরকার আরও ২৯১ রান।

তিন উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করে ভারত। কেউই চতুর্থ দিন সকালে প্রতিরোধ গড়তে পারেননি।

আজিঙ্কা রাহানে শূন্য, রভিন্দ্র জাডেজা ১৭ ও ভিরাট কোহলি ৪৪ রান করে আউট হন।

জাডেজা ও রাহানেকে ফেরান ক্রিস ওকস। আর কোহলির মূল্যবান উইকেটটি নেন মইন আলি।

ভারতকে যখন সাড়ে তিন শর নিচে গুটিয়ে দেবার স্বপ্ন দেখছে ইংল্যান্ড তখনই জুটি গড়েন রিশাভ পান্ট ও শারদুল ঠাকুর।

সপ্তম উইকেটে তাদের ১০০ রানের জুটি হতাশা বাড়ায় স্বাগতিকদের।

৬০ রান করে জো রুটের বলে ঠাকুর আউট হলে ভাঙে জুটি। পান্ট আলির বলে আউট হন ৫০ রান করে।

শেষ দিকে উমেশ ইয়াদভের ২৫ ও জাসপ্রিত বুমরাহর ২৪ রানে সাড়ে চার শ ছাড়ায় ভারত। ৪৬৬ রানে অলআউট হয় তারা।

ইংল্যান্ডের হয়ে ওকস তিনটি, আলি ও রবিনসন দুটি করে উইকেট নেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩২ ওভার টিকে থাকেন দুই ইংলিশ ওপেনার ররি বার্নস ও হাসিব হামিদ।

বার্নস ৩১ ও হামিদ ৪৩ রানে অপরাজিত আছেন।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ২৯০। আর ভারত নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যায়।

এ বিভাগের আরো খবর