কঠিন পরিস্থিতিতে ৫৬ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। রোহিত শর্মার অনবদ্য সেঞ্চুরিতে ম্যাচের লাগাম এখন সফরকারীদের হাতে। দিনশেষে তাদের স্কোর ৩ উইকেটে ২৭০। সফরকারী দল এগিয়ে ১৭১ রানে।ওভালে সহজ হতে থাকা পিচে দিনের শুরুটা দেখে শুনে করেন রোহিত শর্মা। বিনা উইকেটে ৪৩ রানে শুরু করে ভারত।সঙ্গী কেএল রাহুলকে শুরুতে জেমস অ্যান্ডারসনের বলে হারালেও বিচলিত হননি শর্মা। চেতেশ্বর পুজারাকে নিয়ে শুরু করেন ম্যাচে ফেরার লড়াই।দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ১৫৩ রানের জুটি। ১৪৫ বলে ফিফটি পূর্ণ করেন শর্মা।এরপর হাত খুলে খেলা শুরু করেন এই ওয়ানডে স্পেশালিস্ট। ২০৪ বলে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি।২৫৬ বলে ১২৭ রান করে ওলি রবিনসনের বলে শর্মা বিদায় নিলে ভাঙে জুটি। শর্মার ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা।একই ওভারের শেষ বলে রবিনসন ফেরান ৬১ রান করা পুজারাকে।শেষ ১১ ওভার আর কোনো বিপদ হতে দেননি অধিনায়ক ভিরাট কোহলি ও নাইট ওয়াচম্যান রভিন্দ্র জাডেজা।দিনশেষে ভারতের অধিনায়ক ২২ ও জাডেজা ৯ রান নিয়ে খেলছিলেন।ইংল্যান্ডের হয়ে রবিনসন ২টি ও অ্যান্ডারসন ১টি উইকেট নেন। ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ২৯০ রানে গুটিয়ে যায়।ভারতের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ১৯১।
রোহিতের সেঞ্চুরিতে মজবুত অবস্থানে ভারত
রোহিত শর্মার অনবদ্য সেঞ্চুরিতে ম্যাচের লাগাম এখন ভারতের হাতে। দিনশেষে তাদের স্কোর ৩ উইকেটে ২৭০। তারা এগিয়ে ১৭১ রানে।
-
ট্যাগ:
- ইংল্যান্ড ক্রিকেট
এ বিভাগের আরো খবর/p>