জনপ্রিয় টিভি সিরিজ মানি হাইস্টের পঞ্চম সিজন মুক্তি পেয়েছে শুক্রবার। মুক্তি পাবার সময় থেকেই ভক্ত ও দর্শক হুমড়ি খেয়ে পড়ছেন বিশ্বজুড়ে অসম্ভব জনপ্রিয় এই স্প্যানিশ সিরিজটি দেখতে।মানি হাইস্ট (লা কাসা দে পাপেল) সিরিজে ফুটবল ভক্তদের জন্যও ছিল মজার এক চমক! পঞ্চম সিজনের দ্বিতীয় অ্যাপিসোডে এক চরিত্র তিন বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালডো ও নেইমার জুনিয়রের নাম বলেন।সিরিজের দ্বিতীয় পর্বে ব্যাঙ্কে আটক থাকা অবস্থায় সিরিজের অন্যতম চরিত্র আরতুরো নিজেদের হাতে থাকা অস্ত্র দেখিয়ে ওই তিন ফুটবলারের কথা উল্লেখ করেন।আক্রমণ করার দিকে ইঙ্গিত করে আরতুরো বলেন, ‘আমাদের হাতে মেসি, রোনালডো আর নেইমার আছে! আর আমরা তিকি-তাকা খেলছি!’ইয়োহান ক্রুইফের অধীনে বার্সেলোনা ধীরগতির পাসিং-নির্ভর ফুটবল খেলার যে প্রচলন করে সেটি তিকি-তাকা হিসেবে জনপ্রিয়।তিন প্রিয় ফুটবলারের নাম প্রিয় সিরিজে শোনার পর উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় আসছে একের পর এক পোস্ট। সিরিজের ওই দৃশ্যটিকে নিয়ে বানানো হয়েছে মিম।৩৪ বছরের মেসি ও ৩৬ বছরের রোনালডো এখনও যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার তার প্রমাণ মেলে সবশেষ দলবদলের সময়।ইউভেন্তাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালডো আর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। এই দুই দলবদল ছিল পুরো বিশ্বের অধিকাংশ সংবাদমাধ্যমের শিরোনামে।গত দেড় দশকে ফুটবল জগত ছাপিয়ে মেসি ও রোনালডো যে পরিণত হয়েছে অন্যতম কালচারাল আইকনে, সেটির সবশেষ উদাহরণ মানি হাইস্ট।এই দুই তারকার পাশাপাশি গত এক দশক ধরে নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। মেসি-রোনালডোর পরই নেইমার এমনটা এখন ফুটবল বিশেষজ্ঞ ও ভক্তদের মধ্যে অনেকটাই স্বীকৃত বিষয়।
মানি হাইস্টে মেসি-রোনালডো-নেইমার
সিরিজের দ্বিতীয় পর্বে ব্যাঙ্কে আটক থাকা অবস্থায় সিরিজের অন্যতম চরিত্র আরতুরো নিজেদের হাতে থাকা অস্ত্র দেখিয়ে ওই তিন ফুটবলারের কথা উল্লেখ করেন।
এ বিভাগের আরো খবর/p>