কাবুল দখলের পর আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের (এসিবি) নিয়ন্ত্রণ নেয় তালেবান। এতে শঙ্কা দেখা দিয়েছিল দেশটির ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। তবে সে শঙ্কার মেঘ কাটতে শুরু করেছে। আফগানদের ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে তালেবান।
তালেবানের সাংস্কৃতিক কমিশনের উপপ্রধান আহমাদুল্লাহ ওয়াশিক আফগানিস্তানের ক্রিকেটারদের খেলার অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ সূচি অনুযায়ীই চলবে।
ওয়াশিক বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমাদের দলকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’
এর আগে এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হামিদ সিনওয়ারি জানিয়েছিলেন, তালেবান ক্রিকেট খেলা পছন্দ করে। তাই দেশের ক্রিকেটে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তার এ ঘোষণার দুই দিন পরই বোর্ডে সশস্ত্র অবস্থান নিতে দেখা গিয়েছিল তালেবান যোদ্ধাদের।
পুরুষদের ক্রিকেট খেলা নিয়ে ইতিবাচক মনোভাব দেখালেও নারীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি তালেবান।
পেছাল বাংলাদেশ সফর
এরই মধ্যে পিছিয়ে গেছে আফগান যুবাদের বাংলাদেশ সফরের সময়সূচি। আফগানিস্তানে বিমান চলাচল বন্ধ থাকায় সড়কপথে পাকিস্তান হয়ে বাংলাদেশ আসতে হবে তাদের। সে কারণে পাকিস্তানের ভিসার জন্য অপেক্ষা করতে হচ্ছে দেশটির যুব ক্রিকেটারদের।
গত ৩১ আগস্ট ওয়ানডে এবং চার দিনের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের।