বিশ্বকাপ বাছাই পর্বে রোববার আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। করোনাভাইরাস মহামারির মধ্যেও সাও পাওলোতে হতে যাওয়া ম্যাচটিতে প্রথমে ১২ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল ব্রাজিল।এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বাগতিক দল। যথাযথ প্রস্তুতির অভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে।
করোনার কারণে প্রায় দেড় বছরের বেশি সময় পর ১২ হাজার দর্শক উপস্থিতির মাধ্যমে ব্রাজিলের স্টেডিয়ামের দরজা উন্মুক্ত করার প্রতিশ্রুতি দেয় সিবিএফ। এজন্য তারা এই মাসের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোকে বেছে নেয়। এর বদলে সাও পাওলোর ক্লাব করিন্থিয়ান্সের হোম গ্রাউন্ডের ম্যাচটির জন্য ৪৮,২৩৪ ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে এখন মাত্র দেড় হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকার অনুমতি মিলেছে।সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলোচনা করে দেখা গেছে টিকিট বিক্রি ও প্রবেশের পূর্বে করোনা পরীক্ষার বিষয়গুলো সমন্বয় করতে হাতে পর্যাপ্ত সময় নেই।
করোনার কারণে গত কোপা আমেরিকার ম্যাচেও দর্শক প্রবেশের অনুমতি দেয়নি ব্রাজিল। ফাইনালে বহুল আলোচিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি হয় দর্শক শূন্য স্টেডিয়ামে।
২ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ম্যাচের তিনদিন পর আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৯ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে পেরুর মোকাবেলা করবে। ৬ ম্যাচ পরে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে গ্রুপ টেবিলে শতভাগ জয় নিশ্চিত করে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।
টেবিলের দ্বিতীয় দল আর্জেন্টিনার থেকে তারা ৬ পয়েন্ট এগিয়ে রয়েছে। এই অঞ্চল থেকে ২০২২ কাতার বিশ্বকাপের জন্য ৪টি দল সরাসরি খেলার যোগ্যতা অর্জণ করবে।