বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ম্যাচ ফিক্সিং: প্রিমিয়ার থেকে প্রথম বিভাগে আরামবাগ

  •    
  • ২৯ আগস্ট, ২০২১ ১৬:৫৫

৫ ম্যাচের মধ্যে আরামবাগের তিন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। শাস্তি হিসেবে আরামবাগকে ৫ লাখ টাকা জরিমানার সঙ্গে দুই বছরের জন্য প্রথম বিভাগে নামিয়ে দেয়া হয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আরামবাগের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। লিগের বিভিন্ন ম্যাচে বেটিং, স্পট ফিক্সিং, ম্যাচ ম্যানিপুলেশন ও অনলাইন বেটিংয়ের দায়ে আরামবাগ ক্রীড়া সংঘকে দুই বছরের জন্য প্রথম বিভাগে নামিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একই সঙ্গে ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড়সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ১০ বছর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। রোববার বিকেলে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত ফেব্রুয়ারিতে লিগে ৫টি ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। এ বিষয়ে সন্দেহ প্রকাশ করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

অভিযোগ তদন্তে পাতানো খেলা সনাক্তকরণ কমিটি গঠন করে বাফুফে। ৫ মাস পর সেই তদন্তের প্রতিবেদন দিয়েছে ফেডারেশন। ৫ ম্যাচের মধ্যে আরামবাগের ৩ ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে।

শাস্তি হিসেবে আরামবাগকে ৫ লাখ টাকা জরিমানার সঙ্গে দুই বছরের জন্য প্রথম বিভাগে নামিয়ে দেয়া হয়েছে।

আরামবাগ প্রথম বিভাগে পয়েন্টের হিসেবে প্রমোশন পেলেও সেটি কার্যকর হবে না। তবে রেলিগেটেড হলে রেলিগেশন কার্যকর হবে।

ফিক্সিংয়ের মূল হোতা ক্লাবের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম, সাবেক টিম ম্যানেজার গওহর জাহাঙ্গীর রুশো, সাবেক ফিটনেস ট্রেইনার ভারতীয় নাগরিক মাইদুল ইসলাম শেখ ও সাবেক অ্যাসিস্টেন্ট ম্যানেজার আরিফ হোসেনকে ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

দলের সাবেক ফিজিও ভারতের সঞ্জয় বোস ও সাবেক গেম অ্যানালিস্ট আজিজুল শেখকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।সাবেক জাতীয় গোলকিপার আপেল মাহমুদকে ৫ বছরের নিষিধাজ্ঞা পেয়েছেন।

৩ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ৮ খেলোয়াড়কে। এর মধ্যে আছেন গোলকিপার আবুল কাশেম মিলন, ডিফেন্ডার আল আমিন, মোহাম্মদ রকি, জাহিদ হোসেন, কাজী রাহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান সৈকত, শামীম রেজা ও অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্রেইডি ক্রিস্টিয়ান।

দলের আরও ৫ খেলোয়াড় নাইজেরিয়ান ফরোয়ার্ড ক্রিস্টোফার চিজোবা, মিডফিল্ডার ওমর ফারুক, রাকিবুল ইসলাম, ফরোয়ার্ড মেহেদী হাসান ফাহাদ ও মিরাজ মোল্লাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

আরামবাগের ৩টি ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। ১৭ জানুয়ারি আরামবাগের বিপক্ষে মোহামেডানের ম্যাচটি এর অন্তর্ভুক্ত। মোহামেডানের কাছে ৩-০ গোলে তারা হেরেছে ম্যাচ।৯ ফেব্রুয়ারি শেখ রাসেলের বিপক্ষে আরামবাগের ম্যাচটিও ছিল ফিক্সড। রাসেলের কাছে ৪-০ গোলে হারে আরামবাগ।আবাহনীর সঙ্গে আরামবাগের ১৩ ফেব্রুয়ারির ম্যাচটিতেও ছিল ফিক্সিং। ৪-০ গোলে ওই ম্যাচে আবাহনীর কাছে হারে আরামবাগ।

এ বিভাগের আরো খবর