বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্যার অ্যালেক্সের কথায় ১২ বছর পর ইউনাইটেডে রোনালডো

  •    
  • ২৭ আগস্ট, ২০২১ ২০:১৪

ইউভেন্তাস ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর স্যার অ্যালেক্সের সঙ্গে কথা বলেন রোনালডো। সিদ্ধান্ত নেন পুরনো ক্লাবে ফিরবেন। অবশেষে বাংলাদেশ সময় রাত ৯টা ৫৫ মিনিটে ইউনাইটেড আনুষ্ঠানিক ভাবে জানালো ১২ বছর পর ফিরছেন পাঁচ বারের ব্যালন ডর জয়ী।

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালডোর সম্পর্কটা অনেকটা বাবা-ছেলের মতো। ২০০৩ সালে স্পোর্টিং লিসবন থেকে অখ্যাত এক পর্তুগিজ টিনেজারকে দলে টেনে বিশ্বখ্যাত বানিয়ে দিয়েছিলেন স্যার অ্যালেক্সই। তারপর থেকে যেকোনো সমস্যায় গুরুর সঙ্গে পরামর্শ করেন সিআর সেভেন।

এবারও তার ব্যতিক্রম হলো না। ইউভেন্তাস ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর স্যার অ্যালেক্সের সঙ্গে কথা বলেন রোনালডো। সিদ্ধান্ত নেন পুরনো ক্লাবে ফিরবেন। অবশেষে বাংলাদেশ সময় রাত ৯টা ৫৫ মিনিটে ইউনাইটেড আনুষ্ঠানিক ভাবে জানালো ১২ বছর পর ফিরছেন পাঁচ বারের ব্যালন ডর জয়ী।

শুক্রবার দুপুরে ইউভেন্তাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি নিশ্চিত করেন ক্লাব ছাড়ছেন রোনালডো। এরপরই ব্যক্তিগত বিমানে চেপে তুরিন ছাড়েন পর্তুগিজ মহাতারকা। সঙ্গে ছিলেন তার এজেন্ট হোর্হে মেন্ডেস।

ম্যানচেস্টার ইউনাইটেড জানায়, দুই জনের সঙ্গে ইউনাইটেডের আলোচনা চূড়ান্ত হয়েছে গেছে। ৩৬ বছর বয়সী রোনালডো রেড ডেভিলদের অফারও গ্রহণ করেছেন। এখন শুধু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বাকি। ইউনাইটেড ইউভেন্তাসকে ২ কোটি ইউরো দিচ্ছে রোনালডোর জন্য।

এতে করে রোনালডোকে নিয়ে প্রায় ২৪ ঘণ্টার নাটকের সমাপ্তি ঘটল। বৃহস্পতিবার রাতে সতীর্থদের কাছে ক্লাব ছাড়ার কথা জানান এই ফরোয়ার্ড।

এরপর তাকে দলে টানার চেষ্টা করে ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত রোনালডোর ট্র্যান্সফার ফি ৩ কোটি ইউরো দিতে রাজি না হওয়ায় তাদের সঙ্গে সই করেননি রোনালডো। শেষ পর্যন্ত ট্র্যান্সফার ফি কমিয়ে ইউনাইটেডে গেলেন রোনালডো।

ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্তাস ২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য রিয়াল মাদ্রিদ থেকে ১০ কোটি ইউরো খরচ করে রোনালডোকে দলে টানে। তবে চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি। উল্টো লিগ শিরোপা খোয়াতে হয়েছে টানা ৯ বছর জেতার পর।

রিয়ালে যাওয়ার আগে ২০০৯ পর্যন্ত সাত মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেডে কাটান রোনালডো। ২০০৮-এ ইংলিশ জায়ান্টদের হয়ে জেতেন প্রথম ব্যালন ডর। সাত বছরে তাদের হয়ে ১৯৬ ম্যাচে ৮৪ গোল করেন তিনি। জেতেন ১টি চ্যাম্পিয়নস লিগ ও ৩টি প্রিমিয়ার লিগ শিরোপা।

এ বিভাগের আরো খবর