বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপের পরই দুই ফরম্যাটে দুই বাংলাদেশ দল

  •    
  • ২৬ আগস্ট, ২০২১ ২১:০২

বিসিবি পরিকল্পনা করছে দুটি জাতীয় দল প্রস্তুত করার। সেই সঙ্গে পরিকল্পনা করছে একই সঙ্গে দুই দেশের বিপক্ষে সিরিজ খেলার। বোর্ডের বার্ষিক সভা শেষে সাংবাদিকদের এমনটা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এক ঝাঁক তরুণ ক্রিকেটার জাতীয় দলের পাইপলাইনে থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিকল্পনা করছে দুটি জাতীয় দল প্রস্তুত করার। সেই সঙ্গে পরিকল্পনা করছে একই সঙ্গে দুই দেশের বিপক্ষে সিরিজ খেলার।

বৃহস্পতিবার বোর্ডের বার্ষিক সভা শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘অনেক দিন ধরেই শুনে আসছি আমাদের খেলোয়াড় সংকট। এখন বেশ কিছু প্লেয়ার আমাদের আছে। বিশ্বকাপের পর পাকিস্তান আসবে বাংলাদেশে। আমরা নিউজিল্যান্ড যাব। একই সময়ে দুটি সিরিজ হতে পারে। এমন পরিস্থিতিতে নতুন কিছু খেলোয়াড় খেলবে, একটা-দুইটা ম্যাচ খারাপ খেলতে পারে। তাতে হুলুস্থুল করা যাবে না। একটু ধৈর্য ধরুন, সময় দিলে আমার ধারণা দুইটা জাতীয় দল গঠন করা সম্ভব।’

একটা সময় ছিল তামিম-মুশফিক-মাশরাফি ছাড়া কল্পনাই করা যেত না বাংলাদেশ জাতীয় দলকে। কিন্তু সময়ের সঙ্গে এসেছে পরিবর্তন। বর্তমানে জাতীয় দলে রয়েছেন অনেক বিকল্প ক্রিকেটার। আর এতেই খেলোয়াড় নির্বাচনে মধুর এক সংকটে পড়তে হচ্ছে বোর্ডকে।

বিসিবি বস বলেন, ‘উদাহরণ হিসেবে যদি বলি, এই যে বিশ্বকাপ খেলতে যাবে নাইম শেখ, আফিফ হোসেন। তারা অসাধারণ করেছে। এর বাইরেও অনূর্ধ্ব-১৯ থেকে যে ছেলেগুলো এল, শরিফুলকে দেখেন। এটা তো ভালো লক্ষণ। নাসুম, শেখ মাহেদীরা জায়গা করে নিয়েছে। শামীম পাটোয়ারীও অসাধারণ। এমনকি সোহান ফিরে এসেই যে খেলা দেখাচ্ছে, এটা বিশ্বমানের। ও বাংলাদেশের সেরা উইকেটকিপার।’

ক্রিকেটের ইতিহাসে একই সময়ে দুই দলের বিপক্ষে খেলার ঘটনা নতুন কিছু নয়। এই প্রথা শুরু হয়েছে ইংল্যান্ডের হাত ধরে।

১৯৩০ সালে একই সময়ে ইংলিশরা দুই ভিন্ন দল নিয়ে টেস্ট খেলে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর লম্বা বিরতির পর একই দৃশ্যের পুনরাবৃত্তি করে ভারত। ১৯৯৮ সালে তারা দুটি জাতীয় দল প্রস্তুত করে এক দলকে পাঠায় কমনওয়েলথ গেমসে অংশ নিতে। আরেক দলকে পাঠায় কানাডার বিপক্ষে সাহারা কাপে খেলতে।

সম্প্রতি একই সময়ে দুই সিরিজ আয়োজন করার কারণে বাধ্য হয়েই ইংল্যান্ড ও শ্রীলঙ্কায় ভিন্ন দুই জাতীয় দল পাঠাতে হয় ভারতকে।

এ বিভাগের আরো খবর