বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিপিএলে তিন ফেভারিটের জয়

  •    
  • ২৪ আগস্ট, ২০২১ ২৩:১১

পুলিশকে ২-০ ব্যবধানে হারিয়েছে সাইফ। মুক্তিযোদ্ধাকে ২-০ ব্যবধানে হারিয়েছে মোহামেডান। রহমতগঞ্জকে একমাত্র গোলে হারায় শেখ জামাল ও লিগ থেকে অবনমন নিশ্চিত করা দুই দল ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগের ম্যাচে জয় পেয়েছে আরামবাগ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার জয় পেয়েছে ফেভারিট তিন দল। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তিন হেভিওয়েট মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও সাইফ স্পোর্টিং ক্লাব।

তিনটি ভিন্ন ভেন্যুতে চারটি ম্যাচ হয় মঙ্গলবার। বিকাল থেকে রাত অবধী এই চার ম্যাচে জয়ের দেখা পেয়েছে বড় দলগুলো।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকালে বাংলাদেশ পুলিশকে ২-০ ব্যবধানে হারিয়েছে সাইফ। ফয়সাল আহমেদ ফাহিম ও ইকেচুকুর গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে জুলফিকার মাহমুদ মিন্টুর বাহিনী।

এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেল দলটি।

একই সময়ে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা এসকেসিকে ২-০ ব্যবধানে হারিয়েছে মোহামেডান। ইয়াসান ওয়াচিং ও আতিকুজ্জামানের গোলে জয়ে ফিরেছে দলটি। টানা পাঁচ ম্যাচের তিনটি জয় তুলে নিল দলটি। বাকি দুই ম্যাচে ড্র করেছে শন লেনের বাহিনী। সব মিলে লিগে মোহামেডানের জয় ১২টি।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের চতুর্থ ম্যাচে মোহাম্মদ আবসারের গোলে রহমতগঞ্জকে হারিয়েছে শেখ জামাল। এতে করে লিগে ১৪তম জয় তুলে নিল ধানমণ্ডির জায়ান্টরা।

একই দিন লিগ থেকে অবনমন নিশ্চিত করা দুই দল ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগের ম্যাচটি হয়ে যায় বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। আব্দুলকাদিরভের গোলে ব্রাদার্সকে হারিয়ে লিগে দ্বিতীয় জয়ের স্বাদ পেল আরামবাগ।

মঙ্গলবার চার ম্যাচের পর পয়েন্ট টেবিলে অবশ্য খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যায়নি। টেবিলের দ্বিতীয়স্থান পোক্ত করেছে শেখ জামাল। ২৩ ম্যাচে তাদের ঝুলিতে পয়েন্ট ৪৯।সমান ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনীর পর শীর্ষ চারে উঠে এসেছে মোহামেডান। আর এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট কম নিয়ে পাঁচে উঠে গেছে সাইফ।

এ বিভাগের আরো খবর