জমি সংক্রান্ত বিরোধে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক জন খুন হওয়ার পর তাড়াইল থানায় ২৫ জনকে আসামি করে মামলা হয়। এ মামলার আসামি মনু মিয়াসহ কয়েক জন আগাম জামিনের আশায় হাইকোর্টে এসেছিলেন। তবে হাইকোর্টে আগাম জামিন বন্ধ থাকায় পালিয়ে থেকেই দিন কাটছে তাদের।
তাদের আইনজীবী জানিয়ে দিয়েছেন, আগাম জামিনের পথ খুললে তবেই তিনি হাইকোর্টে আবেদন করতে পারবেন।
একইভাবে ভাংচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন মামলায় শতাধিক ব্যক্তির আগাম জামিন আবেদন তৈরি করে রেখেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী জামিউল হক ফয়সাল। তবে আগাম জামিনের এখতিয়ারসম্পন্ন বেঞ্চ না থাকায় আবেদন করতে পারছেন না তিনি।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে উচ্চ আদালতের কার্যক্রম কিছু দিন বন্ধ থাকার পর ৪ এপ্রিল থেকে ধীরে ধীরে ভার্চুয়ালি চালু হয় হাইকোর্ট বিভাগের বেঞ্চ। রোববার সবগুলো বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হচ্ছে।
তবে বন্ধ রয়েছে আগাম জামিনের দরজা। কবে নাগাদ আগাম জামিনের সুযোগ মিলবে সুনির্দিষ্ট করে সেটি কেউ বলতে পারছে না কেউ। সংশ্লিষ্টরা বলছেন, এতে করে বিচারপ্রার্থীদের অধিকার লঙ্ঘিত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আইনজীবীরা।
আইনজ্ঞরা বলছেন, বিচারিক আদালতে আত্মসমর্পণের পথ খোলা আছে, একই সঙ্গে গ্রেপ্তারও বহাল আছে, কিন্তু আগামী জামিন বহাল নেই। ফলে ভার্চুয়ালি হলেও উচ্চ আদালতে আগাম জামিন পাওয়ার সুযোগ রাখা উচিত।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘আগাম জামিনের পথ খুলে দেয়া উচিত। যদি প্রমাণিত হয় বিনা কারণে কাউকে ধরতে চাচ্ছে বা গ্রেপ্তার করতে চাচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে নাগরিক হিসেবে তার অধিকার রয়েছে আদালতে এসে জামিন নেয়া। ভার্চুয়ালি হোক কিংবা স্বাস্থ্যবিধি মেনে আদালতে হাজির হয়ে হোক, ব্যক্তির আগাম জামিনের সুযোগ রাখা উচিত বলে আমি মনে করি।’
তিনি বলেন, ‘এক্ষেত্রে আদালত যে আদেশ দেবে সেটাই তো তাকে মানতে হবে। আদালত যদি তাকে গ্রেপ্তার করতে নির্দেশ দেয় তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। আর আদালত যদি তাকে জামিন দেয় তাহলে সে জামিন পাবে। এটি খুলে দেয়া উচিত।’
জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন নিউজবাংলাকে বলেন, ‘করোনার কারণে দীর্ঘ দিন ধরে হাইকোর্টে আগাম জামিন বন্ধ রয়েছে। তার ফলে নাগরিকদের আইনশৃংখলা বাহিনীর হাতে বিভিন্নভাবে নির্যাতিত হওয়ার আশঙ্কা রয়েছে। আগাম জামিন না পাওয়ার ফলে একটি আতঙ্কের মধ্যে দিন কাটছে তাদের। মানুষের মৌলিক অধিকার দেয়া অর্থাৎ আইনশৃংখলা বাহিনী কর্তৃক অযথা হয়রানি থেকে বাচাতে ভার্চুয়ালি আদালতগুলোতে ফৌজদারি মামলার মোশন যে কোর্টে আছে সেখানে আগাম জামিনের আবেদনের সুযোগ দেয়া উচিত।’
তিনি বলেন, ‘আগাম জামিনে বিচারপ্রার্থীকে আদালত হাজির হতে হবে এমন কোনো কথা নাই। তার যে আইনজীবী থাকবেন তিনিই তাকে প্রত্যয়ন করবেন। আগাম জামিন না দিলে বিচারপ্রার্থী মানুষ অযথা হয়রানির শিকার হবে বলেও মন্তব্য করেন তিনি।’
জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘সব কোর্ট খুলে দিয়েছে, এটা ভালো দিক। তবে কোর্ট মনে করলে আগাম জামিন খুলে দিতে পারে। দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগাম জামিন খুলে দেয়া উচিত।’
তিনি বলেন, ‘আগাম জামিনের নিয়ম হলো কোর্টের সামনে আসামিকে উপস্থিত থাকতে হবে। এখন দেখা গেল এক সঙ্গে ১০/১৫ আসামি কোর্টে উপস্থিত হয়। এই কারণে কোর্ট যদি মনে করেন এটা তাদের স্বাস্থ্য নিরাপত্তার ঝুকি হবে, তাহলে কোর্ট সে সিদ্ধান্ত নিতে পারেই। সংক্রমণের শঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আমার মনে হয়েছে। তবে এতে আসামিদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমি মনে করি না।’
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিউজবাংলাকে বলেন, ‘হাইকোর্ট বিভাগের সবগুলো বেঞ্চ ভার্চুয়ালি খুলে দেয়া হয়েছে, কিন্তু আগাম জামিনের পথটি বন্ধ রয়েছে। এর ফলে আমি মনে করি, সব আদালত খুলে দেয়া অর্থপূর্ণ হলো না। আগাম জামিনসহ মানুষের ন্যায়বিচার পাওয়ার সবগুলো পথ খুলে দিলেই বলা যেত, প্যানডেমিক বিবেচনায় নিয়ে এটি করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক মামলাও হচ্ছে, এক্ষেত্রে তারা আইনের আশ্রয় নেয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে দ্রুত কার্যকর ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে সবাই সমান সুযোগ পাবে না।’
এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘আগাম জামিনের বিষয়টি খুলে দেবেন কিনা সেটা কোর্ট বিবেচনা করবেন। প্রধান বিচারপতি বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।’
জানতে চাইলে সুপ্রিমকোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আগাম জামিন বন্ধ আছে।’
কবে নাগাদ খুলবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো আমি বলতে পারব না। যে দিন সিদ্ধান্ত হবে, তারপর থেকেই খুলবে।’
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব আদালত। কিছু দিন বন্ধ থাকার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে পর্যায়ক্রমে সীমিত পরিসরে ভার্চুয়াল কোর্টে বিচার কাজ শুরু হয়। এরপর দফায় দফায় কোর্ট সংখ্যা বাড়ানো হয়। সবশেষ গত বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের সবগুলো বেঞ্চ খুলে দেয়া হয়।
প্রধান বিচারপতির আদেশে সবগুলো বেঞ্চের তালিকা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের এই ৫৩টি বেঞ্চের মধ্যে ১৪টি বেঞ্চকে ফৌজদারি মোশনের ক্ষমতা দেয়া হলেও তাতে আগাম জামিন আবেদন নিষ্পত্তির এখতিয়ার দেয়া হয়নি।
এসব বেঞ্চের ক্ষেত্রে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং আইন ও আগাম জামিনের আবেদনপত্র ব্যতীত ডিভিশন বেঞ্চে গ্রহণযোগ্য ফৌজদারি মোশনের শুনানি হবে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর এপ্রিল মাসের শুরুতে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। পরে ২২ এপ্রিল আরও দুটি বেঞ্চ গঠন করা হয়। এরপর ২৯ এপ্রিল আরও তিনটি যোগ করা হয়।
এ নয়টি বেঞ্চের পাশাপাশি ২২ মে আরও সাতটি বেঞ্চ গঠন করা হয়। গত ৩১ মে আরেকটি আদেশে ২১টি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।
সব শেষ গত ১০ জুন আরও কয়েকটি নতুন বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। তখন সংখ্যা দাঁড়ায় ৩০ এ। বৃহস্পতিবার সব মিলিয়ে ৫৩ বেঞ্চ খুলে দিলেন প্রধান বিচারপতি।