বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লকডাউনে চাঙা কমিউনিটি পুলিশের চাঁদাবাজি

  •    
  • ১৭ এপ্রিল, ২০২১ ০৮:৪০

‘আমাদের পুলিশের রিকশা থেকে ১০ টাকা নেয়ার দিন শেষ। এখন গভর্নমেন্ট আমাদের প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছে। এটা আমি মেনে নিতে পারছি না। বাট কমিউনিটি পুলিশের যেটা বলছেন, আমি সেটাও ইয়া করি না। কিন্তু যেহেতু আপনি কমপ্লেইন করেছেন আমি এটা অবজার্ভ করে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমার সিনিয়র অথোরিথিকে জানাব।’

করোনার ভয়াবহতা ঠেকাতে চতুর্থ দিনের মতো সারা দেশে চলছে সরকারের কঠোর লকডাউন। গণপরিবহন চলাচলেও রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে এ নিষেধাজ্ঞা যেন উপেক্ষিত।

নির্দেশনা অনুযায়ী শিল্প কারখানা গুলো থেকে শ্রমিকদের পরিবহন সেবা দেয়ার কথা থাকলেও এই কয় দিনে তাও কার্যকর হয়নি। তাই ব্যাটারি চালিত ইজিবাইক, রিকশা, ভ্যান ও লেগুনায় বেশি ভাড়ায় শ্রমিকরা গিয়েছেন কারখানায়। আর এই সুযোগে চলছে কমিউনিটি পুলিশের চাঁদাবাজি।

প্রতিদিন নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া ইপিজেড সড়কে চলাচলরত হাজারো ব্যাটারি চালিত থ্রি হুইলার থেকে ট্রিপ প্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত চাঁদা তোলার অভিযোগ করেছেন চালকরা। ট্রাফিক পুলিশের সামনেই কমিউনিটি পুলিশের এমন চাঁদাবাজি চলে।

এই চাঁদার অযুহাতে চালকরা সাধারণ যাত্রীদের কাছ থেকে আরও বেশি ভাড়া আদায় করছেন।

কঠোর লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ভোর ৫টা থেকেই আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড ব্যস্ততম সড়কে জটলা বাড়তে থাকে। সেই সাথে বাড়তে থাকে থ্রি হুইলার যানবাহনের সংখ্যাও। কিন্তু শুক্রবার সরকারি ছুটির দিন কারখানা বন্ধ থাকায় এই চিত্র ছিল ভিন্ন।

তবে কঠোর লকডাউন শুরুর গত দুই দিন আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকায় স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। বেশ কিছু কারখানার পরিবহন সেবা থাকলেও শ্রমিক বহনকারী বাসে যাত্রী তুলতে দেখা যায় গাদাগাদি করে।

কারখানার পরিবহন সেবা না পেয়ে বেশি ভাড়ায় থ্রি হুইলারেও গাদাগাদি করেই শ্রমিকদের যেতে হয়েছে কারখানায়। একদল শ্রমিককে আবার দল বেঁধে হেঁটেই কারখানায় যেতে দেখা গেছে।

নিউজবাংলার ক্যামেরায়ও ধরা পড়েছে কমিউনিটি পুলিশের চাঁদাবাজির দৃশ্য। এ সময় পাশেই এক ট্রাফিক পুলিশ সদস্য দাঁড়িয়ে থাকলেও তিনি ছিলেন নীরব।

কমিউনিটি পুলিশের পোশাক পরা মো. মঞ্জু টাকা তুলছিলেন। কারণ জানতে গেলে তিনি বেমালুম অস্বীকার করেন। এক পর্যায়ে ইজিবাইক চালক ও জনরোষের ভয়ে দৌড়ে পালিয়ে যান।

ঘটনার সময় উপস্থিত বাইপাইল ত্রিমোড় এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ আব্দুল আজিজ নিউজবাংলাকে বলেন, ‘ওরে তো আমি চিনি না। ওই সম্ভবত মাছের আড়তের কাজ করে। তবে সে টাকা উঠায় কি না সেটা কিন্তু আমি খেয়াল করি নাই।’

অটোরিকশা চালক সাজ্জাদ হোসেন বলেন, ‘লকডাউনের মইদ্দে আমাগো তো বাঁচতে হইব। ভোর বেলা থাইকা ফেক্টরির শ্রমিকগো ভাড়া মারি। কিন্তু যয়বার ইপিজেড ভাড়া মাইরা আহি ততবার হ্যাগো (ট্রাফিক ও কমিউনিটি পুলিশ) ১০/২০ ট্যাকা কইরা দেওন লাগে। ট্যাকা না দিলে গাড়ি ধইরা নিয়া যায়। আর এই জন্য আমরাও প্যাসেনজারগো কাছ থাইকা ১০-২০ ট্যাকা ভাড়া বেশি নিতাছি।’

রিকশার যাত্রী আলাউদ্দিন আল আজাদ নিউজবাংলাকে বলেন, ‘ওই সমস্ত ট্রাফিক পুলিশ সবাই জানে এইখান থেকে টাকা নিচ্ছে। এটার অংশীদার ওরাও কিছু আছে। ওর মাধ্যমে ওরাও (ট্রাফিক পুলিশ) কিছু পায়।

‘মনে করেন, একটা গাড়ি বা অটোতে যাত্রী আসলে ওরা এখানে আটকায়। আর যদি কিছু টাকা দেয় তাহলে সাথে সাথে আবার যাইতে দেয়। মূলত ওনাদের কারণেই চালকরা ভাড়াটা বেশি নিচ্ছে। চালকরা জানে এখান থেকে ভাড়া ২০ টাকা। কিন্তু পুলিশকে তাদের ১০টাকা দিতে হবে। এ জন্য পাবলিকের কাছ থেকে তারাও ২০ টাকার ভাড়া ৩০ টাকা নিচ্ছে।’

পথচারী গোলাম মোস্তফা বলেন, ‘আমি দেখলাম উনি (কমিউনিটি পুলিশ) একজনের কাছ থেকে টাকা নিতাছে। টাকা দিতেই হবে ওই মুহুর্তে এবং আমি ওনাকে ধরার জন্য খুব চেষ্টা করছিলাম। কিন্তু আমার হাত থেকে উনি দৌড় দিয়া পালায় যায়।’

তিনি বলেন, ‘গরিব মানুষরা রিকশা চালায় সংসার চালায়। ওরা ২০ টাকার ভাড়া ৩০ টাকা এ জন্যই নেয় এখানে যারা ট্রাফিক পুলিশ আছে ওদেরকে ওরা (চালকরা) ট্যাক্স (চাঁদা) দিয়েই রিকশা চালায়। রিকশাওয়ালার যদি চাঁদা না দেয় তাহলে ওদের চাকা ফুটা করে দেয় অথবা অটোগুলা ধরে নিয়ে যায়। এই টাকাটা শুধু এই ট্রাফিক রেকার খায় না। ওদের উপরে যারা আছে তারাও খায়।’

বাইপাইল ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর খসরু পারভেজ নিউজবাংলাকে বলেন, ‘এটা আমরা খুব হার্ডলি দেখতেছি। এই যে আপনি এখন এটা বললেন, আমার এটা নোটিশে আসলো। আই উইল টেক দ্যা জাস্টিস অ্যাকশন দ্যা প্রবলেম অল দ্যা কমিউনিটি পুলিশ।

‘আমার এটা জানা ছিল না। আমি এখানে নিউলি অ্যাপয়েনটেড এবং এটা যদি হয়ে থাকে অবশ্যই এটা অন্যায়। আর সেটার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।’

কমিউনিটি পুলিশের সঙ্গে ট্রাফিক পুলিশ সদস্যদের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগের ব্যাপারে বলেন, ‘আই এ্যাম সরি টু সে। আমি স্ট্রিটলি আপনাকে অপোস করতেছি যে, আমার কোনো পুলিশের মেম্বার এটার সঙ্গে কখনই জড়িত না। আমাদের পুলিশের রিকশা থেকে ১০ টাকা নেয়ার দিন শেষ। এখন গভর্নমেন্ট আমাদের প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছে। এটা আমি মেনে নিতে পারছি না। বাট কমিউনিটি পুলিশের যেটা বলছেন, আমি সেটাও ইয়া করি না। কিন্তু যেহেতু আপনি কমপ্লেইন করেছেন আমি এটা অবজার্ভ করে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমার সিনিয়র অথোরিথিকে জানাব।’

এ বিভাগের আরো খবর