সারা দেশেই তাপমাত্রা কমে শীত অনুভূত হওয়া শুরু হয়েছে। দিনের বেলায় রোদের দেখা ভালোভাবে পাওয়া গেলেও রাতে তাপমাত্রা বেশ কমে যাচ্ছে।
ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান নিউজবাংলাকে বলেন, ‘শীতকাল শুরু হলেও উত্তরের বাতাস এখনও তীব্র হয়নি। ডিসেম্বরে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে।’
আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আকাশে আংশিক মেঘসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোররাত থেকে সকাল পর্যন্ত সারা দেশেই হালকা কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে কিছুটা বৃষ্টিপাত হতে পারে।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ধারণ করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
নভেম্বর মাসের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার গড় ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।