বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গবন্ধুকে নিয়ে ‘অনুপ্রেরণার বাতিঘর’

  •    
  • ২২ নভেম্বর, ২০২০ ১১:২৩

জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশমুখে গড়ে তোলা হয়েছে ‘অনুপ্রেরণার বাতিঘর’ চত্বর। সেখানে একটি কক্ষে বঙ্গবন্ধুর আত্মজীবনী, যুদ্ধকালীন ও তার পারিবারিক ইতিহাস সম্পর্কিত বইসহ রাখা হয়েছে বঙ্গবন্ধুকে জানার নানা উপকরণ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী একটি উদ্যোগ বাস্তবায়ন করেছে নওগাঁ জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশমুখে গড়ে তোলা হয়েছে ‘অনুপ্রেরণার বাতিঘর’ চত্বর। সেখানে একটি কক্ষে বঙ্গবন্ধুর আত্মজীবনী, যুদ্ধকালীন ও তার পারিবারিক ইতিহাস সম্পর্কিত বইসহ রাখা হয়েছে বঙ্গবন্ধুকে জানার নানা উপকরণ।

বঙ্গবন্ধুকে জানতে প্রতিদিনই এ চত্বরে লেগে থাকে ভিড়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এখানে খুঁজে ফেরেন জাতির শ্রেষ্ঠ সন্তানকে। বঙ্গবন্ধু সম্পর্কিত বই হাতে ব্যস্ত থাকে নতুন প্রজন্মসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বঙ্গবন্ধুকে জানতে আসা লোকজনের জন্য চত্বরটিতে রয়েছে উপজেলাভিত্তিক বিশ্রামাগার ও ব্রেস্ট ফিডিং কর্নারও। প্রতিদিনের সংবাদপত্রও রাখা হয় এখানে।

চত্বরে আসা কয়েক জন জানান, এখানে এসে বঙ্গবন্ধুর জন্ম, বেড়ে ওঠা, রাজনৈতিক, যুদ্ধকালীন ও পারিবারিক অনেক ইতিহাস জানতে পেরেছেন। আগে তাদের এত কিছু জানা ছিল না। কিছু বিষয় জানলেও সঠিকভাবে জানতেন না।

নওগাঁ জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল রশিদ বলেন, ১৯২০ সালে বঙ্গবন্ধুর জন্ম। এরপর তিনি কীভাবে রাজনীতিতে আসলেন, তার জীবনের ইতিহাস কী, অনেকেই জানে না। নতুন প্রজন্ম আরও কম জানে। তাই তাদের জন্য এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।

শুধু নওগাঁয় নয়, বঙ্গবন্ধু সম্পর্কে জানতে সারা দেশে এমন উদ্যোগ নেয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) হারুন-অর-রশীদ জানান, মুজিববর্ষে বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর অবিনাশী চেতনাকে ছড়িয়ে দিতে, তার জীবন ও কর্ম থেকে শিক্ষা নিতে এবং তার আদর্শে তারুণ্যকে উজ্জীবিত করতে গড়ে তোলা হয়েছে ‘অনুপ্রেরণার বাতিঘর’।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে ও বঙ্গবন্ধুর লেখা সব বই এ চত্বরে রাখা হয়েছে। ডিজিটাল ডিভাইসও দেয়া হয়েছে। এই ডিভাইসে বইগুলো ডাউনলোড করে রাখা হয়েছে, যাতে নতুন প্রজন্ম সহজে তা পড়তে পারে।

ডিসি হারুন জানান, নওগাঁর সংক্ষিপ্ত ইতিহাস, জেলায় বঙ্গবন্ধুর সফর, বঙ্গবন্ধুর পরিবার ও গুরুত্বপূর্ণ ছবি নিয়ে গ্যালারিও এ চত্বরে স্থাপন করা হয়েছে।

এ বিভাগের আরো খবর