বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশ অফিসাররা রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেন: মান্না

  •    
  • ১৭ আগস্ট, ২০২১ ১৯:৪৭

মান্না বলেন, ‘আপনারা সীমান্ত বন্ধ করতে পারেন না। সীমান্ত দিয়ে ভাইরাস নিয়ে মানুষ ঢুকে যায়, সেটা বন্ধ করতে পারেন না। কেবল বিরোধী দলের ওপর নির্যাতন করতে পারেন। আপনাদের উন্নয়ন মানে অত্যাচারী উন্নয়ন। এসব উন্নয়ন আমাদের শোনানোর দরকার নেই।’

পুলিশ কর্মকর্তারা রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেন বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, “আপনাদের উন্নয়ন মানে অত্যাচারের উন্নয়ন। আপনাদের উন্নয়ন মানে কয়টা জেলখানা বানাতে পেরেছেন, সেই উন্নয়ন। পুলিশের কয়েকজন অফিসার এমন বক্তব্য রাখে, মনে হয় তারা যেন রাজনৈতিক দলের নেতা। আজকের পত্রিকাতেও ছাপা হয়েছে ‘বাড়াবাড়িরও সীমা আছে’।”

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘করোনা ডেল্টা ভ্যারিয়েন্ট ও সীমান্ত ব্যবস্থাপনায় নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

এদিন চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে যাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও পুলিশের সংঘর্ষের কথা উল্লেখ করে মান্না বলেন, ‘যেকোনো দলের কর্মীরা তাদের নেতার কবরে ফুল দিতে যায়, এটা স্বাভাবিক। এতে তাদের পেটাতে হবে, গুলি করতে হবে এ রকম ঘটনা কখনও দেখিনি।’

তিনি বলেন, ‘আপনারা সীমান্ত বন্ধ করতে পারেন না। সীমান্ত দিয়ে ভাইরাস নিয়ে মানুষ ঢুকে যায়, সেটা বন্ধ করতে পারেন না। কেবল বিরোধী দলের ওপর নির্যাতন করতে পারেন। আপনাদের উন্নয়ন মানে অত্যাচারী উন্নয়ন। এসব উন্নয়ন আমাদের শোনানোর দরকার নেই।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না বলেন, ‘মানুষ যদি না বাঁচে, তাহলে দেশের এত উন্নয়ন দিয়ে কী হবে? প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সবাইকে টিকার আওতায় আনব। গণটিকাদান শুরু হলো।

‘কয়েক দিন যেতে না-যেতেই সোমবার স্বাস্থ্যমন্ত্রী বললেন, আমাদের কাছে টিকা নেই। গণটিকাদান কর্মসূচি বন্ধ। রাগটা কার না উঠবে? জাফরুল্লাহ সাহেব বলেছেন রাশিয়ান টিকা এনে দেয়ার ব্যবস্থা করবেন। জাফরুল্লাহ বলে তারা সেই টিকা নিল না। এখন বলছে রাশিয়ার টিকা পাওয়া অনিশ্চিত। তারা পাওয়া টিকাটা নিল না। এ জন্য তাদের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।’

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলনসহ অনেকে।

এ বিভাগের আরো খবর