তালেবান যোদ্ধাদের আফগানিস্তানের মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, তাদের স্বীকৃতি দেয়া উচিত বাংলাদেশের।
জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাফরুল্লাহ বলেন, ‘আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে, তালেবানরা করেছে অন্যান্যের বিরুদ্ধে। তারাও মুক্তিযোদ্ধা, আমরাও যেমন মুক্তিযোদ্ধা ছিলাম। কাজেই অন্য দেশের মুক্তিযোদ্ধাদেরও শ্রদ্ধা করা শিখতে হবে, তাদের সিরিয়াসলি নিতে হবে।’
তিনি বলেন, ‘শেখ সাহেব কিন্তু বলে গিয়েছিলেন, যেখানেই মুক্তির আন্দোলন হবে তাদেরকে আমরা সমর্থন করব। এটা সংবিধানেও লেখা আছে। আমরা যদি এখনই তাদের স্বীকৃতি দিই, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারি তাহলে তাদের আমরা প্রভাবিত করতে পারব।’
তিনি বলেন, ‘তালেবানদের স্বীকৃতি দেয়া উচিত। আজকে যদি তাদের স্বীকৃতি না দিই তারা ভারতের হিন্দুত্ববাদের দিকে যাবে। উদারপন্থি ইসলামিক রাষ্ট্র না হয়ে তারা কঠোর ধর্মান্ধ রাষ্ট্র হবে। সে জন্য আমরা যদি তাদের স্বীকৃতি দিই, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, তাদের আমরা প্রভাবিত করতে পারব। একটা উদার ইসলামিক রাষ্ট্র গঠন হবে।’
রোহিঙ্গাদের ট্রেনিং দিয়ে তালেবানদের মতো গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান জাফরুল্লাহ। বলেন, ‘রোহিঙ্গাদের ট্রেনিং দিতে হবে যাতে তারা তালেবানদের মতো আরাকান মুক্ত করতে পারে।’
তালেবানের আগ্রাসনের মুখে পলায়নপর আফগান নাগরিকদের সাময়িক আশ্রয় দিতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছিল তা গ্রহণ করা উচিত ছিল বলে মন্তব্য করেন জাফরুল্লাহ।
তিনি বলেন, ‘আমেরিকা অনুরোধ করেছিল আফগানদের সাময়িকভাবে জায়গা দিতে, গোয়ার্তুমি করে সরকার সেটা না করেছে।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জাফরুল্লাহ বলেন, ‘এটা একটা ভুল কাজ করলেন। এই ভুলটা করে, জীবনের বড় স্বপ্ন একটা নোবেল প্রাইজ পাওয়া থেকে দূরে চলে গেলেন। এই অনুরোধ রাখা উচিত ছিল।’
এ সময় চন্দ্রিমা উদ্যানে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়টি নিয়েও কথা বলেন জাফরুল্লাহ। তিনি বলেন, ‘আপনারা জানেন আমান, সালাম এরা নতুন দায়িত্ব পেয়েছে। তাদের আপনারা পেটাবেন পুলিশ দিয়ে। এ জাতীয় ঘটনা দিয়ে খুব খারাপ উদাহরণ সৃষ্টি করছেন।
‘যে পুলিশ দিয়ে এদের পেটাচ্ছেন, একদিন দেখবেন যে এরা আপনাদের দিকেও ঘুরে দাঁড়াবে। অনুগ্রহ করে এসব বন্ধ করেন।’
সরকারের সমালোচনা করে জাফরুল্লাহ বলেন, ‘অবশ্য রাতের আঁধারে ভোট ডাকাতি করে রেহাই পেয়েছেন বলে আপনাদের সাহস বেড়ে গিয়েছে। থানায় মামলা পর্যন্ত নেয়নি। বিএনপিও এগুলো নিয়ে ট্রাইব্যুনালে মামলা করেনি। এ নিয়ে আমি তাদের বারবার বলেছি। এসব কথা বারবার আনতে চাই না। তবে তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা রুখে দাঁড়ান।’
দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ কিন্তু বললেন না ভ্যাকসিন উৎপাদনে খরচ কত হবে, দাম কত হবে। সব কিছু লুকিয়ে রাখা এই সরকারের একটা অভ্যাস।’