বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যশোরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর, হামলায় আহত ১

  •    
  • ১৭ আগস্ট, ২০২১ ১৫:২৮

যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ছাত্রলীগের একদল উচ্ছৃঙ্খল যুবক দলীয় কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসে থাকা কম্পিউটার, টেলিভিশন, চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং একটি ল্যাপটপ নিয়ে যায়।’

যশোর শহরে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন জেলা বিএনপির এক সদস্য।

জেলা বিএনপি নেতাদের অভিযোগ, ছাত্রলীগের লোকজন অতর্কিতে এই হামলা চালিয়েছেন।

শহরের লালদীঘির পশ্চিম পাড়ে অবস্থিত বিএনপি কার্যালয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার প্রতিবাদে দলের নেতা-কর্মীরা দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেন। এর নেতৃত্ব দেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

হামলার সময় ঘটনাস্থলে ছিলেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন। তিনি বলেন, ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জনের একটি দল কার্যালয়ে হামলা চালায়। তারা অফিস কক্ষে ঢুকে জেলা বিএনপির সদস্য গোলাম রেজা দুলুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, ‘আজ সকালে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

‘দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ছাত্রলীগের একদল উচ্ছৃঙ্খল যুবক দলীয় কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসে থাকা কম্পিউটার, টেলিভিশন, চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং একটি ল্যাপটপ নিয়ে যায়। যাওয়ার সময় তারা অফিসের সামনে থাকা ১০টি মোটরসাইকেল ভেঙে ফেলে।’

ছুরিকাঘাতে আহত দুলুকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, তার অবস্থা আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, বিএনপি অফিসে দুই পক্ষের মারামারি হয়েছে। কাদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

বিএনপির অভিযোগের বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন কবীর পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে ফোন করা হলেও সাড়া মেলেনি।

এর আগে সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। উদ্যানে জিয়ার সমাধিতে সকাল সাড়ে ১০টার দিকে শ্রদ্ধা জানাতে যান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতারা। এর মিনিট দশেকের মধ্যে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় বাহিনীটির অন্তত পাঁচজন আহত হন।

বিএনপিরও বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন তেজগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টগর ও আবুল কালাম নামে এক কর্মী।

এ ছাড়া আহত হয়েছেন সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল ইসলাম।

এ বিভাগের আরো খবর