বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের এনে দণ্ড কার্যকর করা হবে’

  •    
  • ১৬ আগস্ট, ২০২১ ০০:৩০

কৃষিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দণ্ড কার্যকর করেছে বর্তমান সরকার। আরও যারা বিদেশে পলাতক আছেন, তাদেরও এনে দণ্ড কার্যকর করা হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার বিকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা হলরুমে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দণ্ড কার্যকর করেছে বর্তমান সরকার। আরও যারা বিদেশে পলাতক আছে, তাদেরও এনে দণ্ড কার্যকর করা হবে।

‘আওয়ামী লীগ এমন এক রাজনৈতিক দল, যে ক্ষমতায় থাকুক বা না থাকুক মানুষের পাশে থাকে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। এ সরকারের আমলে খাদ্য নিরাপত্তায় অভাবনীয় সাফল্য এসেছে।’

তিনি বলেন, ‘দেশে ধান, গম, ভুট্টা, শাক-সবজিসহ সব কৃষিপণ্যের উৎপাদন বহুগুণে বেড়েছে। উৎপাদনে বিস্ময়কর সাফল্য এসেছে। এসব উৎপাদিত কৃষিপণ্যের বিপণনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কৃষকরা যে পণ্য উৎপাদন করে তা অনেক সময় বাজারজাত করতে পারে না, সঠিক মূল্য পায় না। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতের পাশাপাশি ভোক্তার সঠিক মূল্যে, নিরাপদ ও ভেজালমুক্ত পণ্য কেনার নিশ্চয়তাও দিতে হবে।’

সরকারের পাশাপাশি বেসরকারি শিল্পোদ্যোক্তাদের কৃষি প্রক্রিয়াজাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

সকালে মধুপুর উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ বিভাগের আরো খবর