সরকার হটানোর আন্দোলনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ঐক্যবদ্ধভাবে করার অঙ্গীকার করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
শনিবার রাজধানীর নয়াপল্টনে নতুন গঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম এই চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সংগঠনের অঙ্গীকারের কথা জানান।
তিনি বলেন, ‘আজকে যে অবস্থায় আমরা দায়িত্ব নিয়েছি, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দায়িত্ব বুঝেশুনে দিয়েছেন। এই বিষয়টি খেয়াল রাখতে হবে।
'উনি (তারেক রহমান) বুঝেশুনেই দিয়েছেন যে আপনারা এই সময়ে দলকে ঐক্যবদ্ধ করবেন, দলকে আন্দোলনের দিকে নিয়ে যাবেন, দলের ওপরে যে নিপীড়ন-নির্যাতন হয়েছে- এটা থেকে যাতে বের হয়ে আসতে পারি। বের হয়ে আসার উপায় একটাই, রাজপথের আন্দোলন। ওই আন্দোলন গড়ে তোলার দায়িত্ব আমাদের দেয়া হয়েছে।'
দলের চেয়ারপারসনের উপদেষ্টা অবিভক্ত ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আবদুস সালাম বলেন, ‘আমরা মনে করি, আমরা ঈমানের সঙ্গে এই দায়িত্ব পালনের চেষ্টা করব। আমাদের শপথ নিতে হবে, আমরা সবাই বিএনপি করি, আমরা সবাই তারেক রহমানের কর্মী, আমরা সবাই খালেদা জিয়ার কর্মী, আমরা সবাই শহীদ জিয়াউর রহমানের কর্মী। আমরা কোনো গ্রুপিংয়ে বিশ্বাস করব না।’
তিনি বলেন, ‘আমাদেরকে আমাদের কাজের লোকদের দায়িত্ব দিতে হবে। নিশ্চয়ই আমরা কোনোভাবেই ব্যর্থ হতে চাই না। আমরা ব্যর্থ হলে দল শুধু ব্যর্থ হবে না, সারা দেশে মানুষ ব্যর্থ হবে। সারা দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। তারা বলছে বিএনপি কী করছে।’
আবদুস সালাম জানান, ১৭ আগস্ট মহানগরের নতুন কমিটি সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানাবে।
২ আগস্ট হাবিব-উন-নবী খান সোহেল ও এম এ কাইয়ুমের নেতৃত্বে মহানগর দক্ষিণ-উত্তরের কমিটি ভেঙে দিয়ে আমানউল্লাহ আমানের নেতৃত্বে উত্তরের ৪৭ সদস্য এবং আবদুস সালামের নেতৃত্বে দক্ষিণের ৪৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরের সদস্য সচিব করা হয়েছে আমীনুল হককে এবং দক্ষিণের সদস্য সচিব করা হয়েছে রফিকুল আলম মজনুকে।