জাতীয় শোক দিবস পালন করবে জাতীয় পার্টি। সারা দেশে ১৫ আগস্টে দোয়া মাহফিলসহ কর্মসূচি আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে নেতা-কর্মীদের।
জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ আগস্ট বেলা ১১ টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জাতীয় শোক দিবসে এ ছাড়াও কোরআন খতম, দোয়া ও মিলাদের আয়োজন করেছে দলটি। কেন্দ্রের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তারা।
কেন্দ্রীয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুসহ নেতারা কর্মসূচিতে অংশ নেবেন।
স্বাস্থ্যবিধি মেনে জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে জাতীয় পার্টি।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ২০১১ সালে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আওয়ামী লীগ ও সমমনা কয়েকটি দল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোকে ১৫ আগস্টে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র হিসেবে বিবেচিত জাতীয় পার্টি দু'বছর আগে বিবৃতি দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায়।
গতবছর বিভিন্ন এলাকায় মিলাদ মাহফিলের মাধ্যমে জাতীয় পার্টি শোক দিবস পালন করে। এবার কেন্দ্রের পাশাপাশি সারাদেশে দিবসটি পালনে কর্মসূচি নিতে নির্দেশ দেয়া হয়েছে।