বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোট হবে স্বাস্থ্যবিধি মেনে: সিলেটে সিইসি

  •    
  • ২৪ জুলাই, ২০২১ ১৪:২৬

সিইসি বলেন, আইনি বাধ্যবাধকতার কারণে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। তবে উপনির্বাচনের সব কার্যক্রম শাটডাউনের বাইরে থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ভোট নিশ্চিতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

চলমান কঠোর শাটডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোট হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেন, আইনি বাধ্যবাধকতার কারণে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। তবে উপনির্বাচনের সব কার্যক্রম শাটডাউনের বাইরে থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ভোট নিশ্চিতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।সব ভোটারকে মাস্ক পরে ও নিরাপদ দূরত্ব মেনে ভোটকেন্দ্রে যেতে আহ্বান জানান সিইসি।সিলেট-৩ আসনের উপনির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি।

চলমান কঠোর শাটডাউনে বিমানে শনিবার সকালে সিলেট যান সিইসি নূরুল হুদা ও আরেক নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.)।

সভা শেষে ইসি শাহাদাত বলেন, সাংবিধানিক দায়িত্ব পালন করতে সবকিছুই করছে কমিশন। এতে কারও সংশয়ের অবকাশ নেই। নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।তিনি বলেন, ভোট হবে ইভিএমে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের জন্য সব পদক্ষেপ নেয়া হবে।সভায় ছিলেন জেলা প্রশাসক ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এম. কাজী এমাদুল ইসলাম এবং জেলা প্রশাসন, সিলেট মহানগর ও জেলা পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

এই আসনের উপনির্বাচনে প্রার্থী চারজন। আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব নৌকা, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা শফি আহমদ চৌধুরী মোটরগাড়ি (কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনেদ মুহাম্মদ মিয়া ডাব প্রতীক নিয়ে লড়ছেন। শাটডাউনের মধ্যেও শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত তারা।

করোনায় আক্রান্ত হয়ে গত ১১ মার্চ সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে হচ্ছে ভোট।

এ আসনে ভোটার ৩ লাখ ৫২ হাজার জন ও ভোটকেন্দ্র ১৪৯টি।

এ বিভাগের আরো খবর