বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাকরিজীবী লীগের নেতা বানাতে ফেসবুকে বিজ্ঞাপন

  •    
  • ২৩ জুলাই, ২০২১ ২০:০৮

পোস্টারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেয়া হবে বলে বিজ্ঞাপন দেয়া হয়েছে। সংগঠনটির দাবি, গত দু-তিন বছর ধরেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদনের চেষ্টা করছে তারা।

আওয়ামী লীগের সঙ্গে সংগঠনটির কোনো সম্পর্ক নেই। তারপরও নামের সঙ্গে আওয়ামী লীগের নাম যোগ করে পোস্টার বানিয়ে নেতা বানানোর বিজ্ঞাপন দিচ্ছে একটি সংগঠন। ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে এই সংঠনের পোস্টারে ছেয়ে গেছে ফেসবুক।

পোস্টারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেয়া হবে বলে বিজ্ঞাপন দেয়া হয়েছে। সংগঠনটির দাবি, গত দু-তিন বছর ধরেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদনের চেষ্টা করছে তারা।

নামসর্বস্ব এ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হেলেনা জাহাঙ্গীর আর সাধারণ সম্পাদক মাহবুব মনির। পোস্টারে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম ইমনের ফোন নম্বর দিয়ে তাতে পদ প্রত্যাশীদের যোগাযোগ করতে বলা হয়েছে। ইমন পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, পাশাপাশি একটি মানবাধিকার সংস্থার সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছেন নিউজবাংলাকে।

সাইফুল ইসলাম ইমন নিউজবাংলাকে বলেন, ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ এখনও (আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে) অনুমোদন পায়নি। এটা দু থেকে তিন বছর ধরে আমাদের ফেসবুকে প্রচার-প্রচারণা চলছে।

‘এটার সভাপতি হলেন হেলেনা জাহাঙ্গীর আপা। উনি রিসেন্টলি আমাদের সঙ্গে এসেছেন। সেক্রেটারি হলেন মাহবুব মনির। আমরা অনুমোদনের জন্য চেষ্টা চালাচ্ছি।’

সংগঠনের উদ্দেশ্য কী, জানতে চাইলে ইমন জানান, আওয়ামী লীগের অন্য সহযোগী সংগঠনগুলোর মতো করে তারা কাজ করতে চান।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, কাজ করব।

‘আমাদের উদ্দেশ্য হলো, যারা চাকরি করেন এবং সংগঠন করতে চান তাদের নিয়ে কাজ করা।’

প্রচারণা চললেও অবশ্য এখনও সংগঠনের কোনো গঠনতন্ত্র তৈরি হয়নি। এটি তৈরি হলে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম চালাবেন তারা।

ইমন বলেন, ‘এটা এখনও হার্ড কপি আকারে কিছু হয়নি। আমরা কথাবার্তা বলছি, আমরা গঠনতন্ত্র তৈরি করছি। এটা শেষ হলে আমাদের অফিস হবে। সাংগঠনিক কাজ শুরু হয়ে যাবে।

‘অনলাইনেই এখন আমরা কাজ করছি। যারা যোগাযোগ করছেন, তাদের সঙ্গে অনলাইনেই আমরা যোগাযোগ করছি। বিভিন্ন জেলা-উপজেলা-থানা লেভেল আমরা কমিটি দিচ্ছি।’

ইমনের সঙ্গে কথা বলার সময় সংগঠনটির সদস্য হতে আগ্রহ দেখালে তিনি বলেন, ‘কোথাকার সদস্য হতে চান সেটার জন্য মেসেঞ্জারে নাম, জেলা, কোন পোস্ট, কী করেন এবং আপনার ছবি আমাকে দিলে আমরা এটা নিয়ে ফোরামে আলোচনা করব।

‘আলোচনার পর আপনার সঙ্গে কথা বলব। তারপরে আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। আমরা খুব শিগগিরই হেলেনা আপাকে নিয়ে সারা দেশ সফর করব।’

অবশ্য এ ধরনের নামসর্বস্ব সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম নিউজবাংলাকে বলেন, ‘তারা কী মনোনয়ন দেবে, তাদের নিজেদেরই মনোয়ন আছে নাকি? নামের সঙ্গে আওয়ামী লীগ যোগ করলেই তা আওয়ামী লীগ হয়ে যায় না। আওয়ামী লীগের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই।’

এ বিভাগের আরো খবর