জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সোমবার রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলাটি করেছেন জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আল মামুন।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক হোসনে মোবারক।
মামলার বিষয়ে জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আল মামুন নিউজবাংলাকে বলেন, ‘আমাদের পার্টির চেয়ারম্যানকে অবৈধ বলায় আমি কাজী মামুনুর রশিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি।’
তিনি বলেন, ‘কাজী মামুনুর রশিদ এর আগে আমাদের জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল, কিন্তু এখন উনি নেই। উনি বলেছেন, আমাদের দলের চেয়ারম্যান অবৈধ। এ ছাড়াও কাজী মামুন রশিদ গণমাধ্যমে পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অনেক তথ্যও দিয়েছেন। এ জন্যই মামলা করেছি।’
কাজী মামুন কী কী মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন, জানতে চাইলে আল মামুন বলেন, ‘সেটা আপনি কিছুদিন আগে উনি যে মিডিয়ায় কথা বলেছেন সেখান থেকে পেয়ে যাবেন।’
মামলার এজাহারে আল মামুন অভিযোগ করেছেন, ৮ জুলাই একটি সংবাদ সম্মেলনে জিএম কাদেরকে জাতীয় পাার্টির অবৈধ চেয়ারম্যান বলে মন্তব্য করেন কাজী মামুন। মন্তব্যটি বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারিত হয়।
মামলার এজাহারে আরও বলা হয়েছে, কাজী মামুনের এমন উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা, বানোয়াট ও মনগড়া মন্তব্যের ফলে জিএম কাদেরের পারিবারিক, সামাজিক, রাজনৈতিকসহ আন্তর্জাতিকভাবে সুনাম এবং দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে।