ভোলার চরফ্যাশনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।
ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন।
চরফ্যাশনের হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার সকালে এ সংঘর্ষ হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সদস্য পদপ্রার্থী মো. ইয়াসিন ও ইউনুস সিকদার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় গুলিবিদ্ধ হন মনির নামের এক ব্যক্তি। তাকে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা শোভন বাশাক নিউজবাংলাকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে আনা হয়। হাসপাতালে আনার পরপরই তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালেই আছে।
স্থানীয় লোকজন জানান, দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণের সময় পুলিশ গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন মনির।
তবে এসপি জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ১২টি ফাঁকা গুলি চালিয়েছে। তবে ওই ব্যক্তি পুলিশের নয়, প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইমাম হোসেন জানান, বেলা ১১টার দিকে সদস্য পদপ্রার্থীর সমর্থকরা কেন্দ্রের ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তখন পুলিশ ফাঁকা গুলি করে। তখন কেন্দ্রের বাইরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
ইমাম হোসেন বলেন, কেন্দ্রের বাইরে এসব ঘটনা ঘটেছে। ভোটে এর কোনো প্রভাব পড়েনি। কয়েক মিনিটের জন্য ভোট নেয়া বন্ধ থাকলেও তা স্বাভাবিক হয়ে যায়। তবে আতঙ্কে কিছু সময়ের জন্য ভোটার কমে যায়।