বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেট-৩ উপনির্বাচন: হাবিব দ্বৈত নাগরিক, অভিযোগ আতিকের

  •    
  • ২১ জুন, ২০২১ ০১:১২

জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক বলেন, ‘আমার আইনজীবী প্যানেলের কয়েকজন সদস্য প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। হাবিবের প্রার্থীতা কোনোভাবেই বৈধ হতে পারে না। হাবিবুর রহমান হাবিব দ্বৈত নাগরিত্বের বিষয়টিই হলফনামার কোথাও উল্লেখ করেননি।’

সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনেছেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক।

রোববার নিজের আইনজীবীর মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ অভিযোগ দিয়ে হাবিবের মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়েছেন আতিক।

এর আগে ফাহমিদা হোসেন রুমা নামের আরেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনের সিলেট কার্যালয়ে একই অভিযোগ করেছিলেন। তবে যাছাই-বাছাইয়ের সময় রুমার মনোনয়নপত্রই বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

হাবিব দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্পাদকীয় দায়িত্বেও ছিলেন তিনি। তবে বেশকিছুদিন ধরেই দেশের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। সিলেট জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য হিসেবেও আছেন হাবিব।

নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে হাবিবের দাবি, ছয় মাস আগেই তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব প্রত্যাহার করেছেন।

বাংলাদেশ সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদের ২ ধারায় উল্লেখ আছে, কোন ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ-সদস্য থাকিবার যোগ্য হইবেন না, যদি তিনি কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোন বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন।

তবে মনোনয়নপত্র জমা দেয়ার ছয় মাস আগে অন্য দেশের নাগরিকত্ব প্রত্যাহার করে নিলে প্রার্থী হতে পারবেন বলে নির্বাচন কমিশনের আইনে রয়েছে।

মনোনয়নপত্র জমা দেয়ার পরই এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া ফাহমিদা হোসেন রুমা নির্বাচন কমিশনে অভিযোগ, হাবিবুর রহমান হাবিব দ্বৈত নাগরিক।

তবে যাছাই-বাছাই শেষে হাবিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে সন্তুষ্ট না হয়ে হাবিবুর রহমান হাবিবের প্রার্থীতা চ্যালেঞ্জ করে প্রধান নির্বাচন কমিশনার বরবারে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক।

রোববার বিকেলে আতিকের আইনজীবী প্যানেলের কয়েকজন সদস্য ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ জমা দেন।

এ বিষয়ে আতিকুর রহমান আতিক বলেন, ‘আমার আইনজীবী প্যানেলের কয়েকজন সদস্য প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।’

তিনি বলেন, ‘হাবিবের প্রার্থীতা কোনোভাবেই বৈধ হতে পারে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী- যদি কারো দ্বৈত নাগরিত্ব থাকে এবং এ দেশে তিনি সাংসদ প্রার্থী হতে চান তবে ৬ মাস আগে সে দেশের বাংলাদেশি দূতাবাসে সেই নাগরিকত্ব বাতিলের আবেদন করে সারেন্ডার করতে হবে। তখন দূতাবাস থেকে একটি কাগজ দেয়া হবে। সেই ডকুমেন্ট প্রার্থী নির্বাচনী হলফনামার সঙ্গে সংযুক্ত করে দিবেন। কিন্তু হাবিবুর রহমান হাবিব দ্বৈত নাগরিত্বের বিষয়টিই হলফনামার কোথাও উল্লেখ করেননি।’

আতিকের পক্ষে আপিল করা এক আইনজীবী বলেন, ‘সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা গেছেন মাত্র ৩ মাস আগে। কিন্তু আইনমত সারেন্ডার করতে হয় ৬ মাস আগে। হাবিব কি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুর আগেই সারেন্ডার করেছিলেন? তিনি কী করে জানতেন এই এমপি মারা যাবেন? এটা কীভাবে সম্ভব?’

২২ জুন এই অভিযোগের শুনানি হতে পারে বলে জানান ওই আইনজীবী।

তবে এমন অভিযোগকে হয়রানিমূলক দাবি করে হাবিবুর রহমান হাবিব রোববার রাতে বলেন, ‘আমাকে হয়রানি এবং তারা নিজেরা প্রচার পাওয়ার জন্যই এমন ভিত্তিহীন অভিযোগ করছেন।’

তিনি বলেন, ‘আমি ৬ মাস আগেই যুক্তরাজ্যের নাগরিকত্ব প্রত্যাহার চেয়ে স্যারেন্ডার করেছি। ফলে এখন আমি শুধু বাংলাদেশের নাগরিক। নির্বাচনে প্রার্থী হতে আমার কোনো আইনি বাধা নেই।’

এ বিষয়ে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে যেহেতু আপিল করা হয়েছে তাই এখন আমি কোনো মন্তব্য করবো না।’

করোনায় আক্রান্ত হয়ে গত ১১ মার্চ মারা যান সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৮ জুলাই এ আসনে উপনির্বাচন হওয়ার কথা।

উপনির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শফি আহমদ চোধুরী ও জাহেদুর রহমান মাসুম।

এ বিভাগের আরো খবর