বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫ লাখ নিমগাছ লাগাবে বিএনপি

  •    
  • ১৭ জুন, ২০২১ ২১:৫০

ঢাকার আশপাশের নদীগুলো ভরাট করে দখল করার জন্য ক্ষমতাসীনদেরও দায়ী করে মির্জা ফখরুল বলেন, ‘এই যে তুরাগ নদী দখল হয়ে যাচ্ছে প্রতিদিন খবরের কাগজে আমরা দেখি। কারা দখল করছে? সব আওয়ামী লীগের নেতারা দখল করছে।’

পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণের সামাজিক আন্দোলন গড়ে তুলবে বিএনপি। এ লক্ষ্যে তারা ৫ লাখ নিমগাছ লাগানোর ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে দলের এই অবস্থানের কথা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমাদের নেতা জিয়াউর রহমান সারা দেশে বৃক্ষরোপণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। এরপর আমাদের নেত্রী খালেদা জিয়ার শাসনামলে সর্বত্র সামাজিক বনায়নের কাজ শুরু হয়েছিল। সে জন্য আমরা আবারও নতুন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে এই বৃক্ষায়নের কর্মসূচি শুরু করেছি।’

বৃক্ষরোপণের কর্মসূচির আওতায় এবার সারা দেশে ৫ লাখ নিমগাছের চারা রোপণের ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমার মনে হয়, আমরা সবাই যদি ৫টা করে গাছ লাগাই তাহলে আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারব।’

‘জেলা শহরের পুরোনো গাছ কর্তন’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বড় বড় রাস্তার দুই ধারে যে পুরোনো গাছগুলো ছিল, সেগুলোর একটাও নেই। আপনি ঢাকার বাইরে গিয়ে দেখবেন জেলা পরিষদের যত গাছ ছিল, সব নিজেরা ভাগ-বাঁটোয়ারা করে কেটে নিয়ে গেছে। এখানে বুলবুল (রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল) আছেন, তিনি বলতে পারবেন।’

ঢাকার আশপাশের নদীগুলো ভরাট করে দখল করার জন্য ক্ষমতাসীনদেরও দায়ী করে মির্জা ফখরুল বলেন, ‘এই যে তুরাগ নদী দখল হয়ে যাচ্ছে প্রতিদিন খবরের কাগজে আমরা দেখি। কারা দখল করছে? সব আওয়ামী লীগের নেতারা দখল করছে।’

‘এপাশে চারদিকে (বালু নদী) তাকিয়ে দেখবেন এখান থেকে সেই রূপগঞ্জ পর্যন্ত সব দখল করেছে আওয়ামী লীগের নেতা-মন্ত্রী-এমপিরা।’

‘হাজার হাজার কোটি টাকা পাচার’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগের লোকেরা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে, যাচ্ছে। গত ৫-৬ বছরের মধ্যে প্রায় ৬ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে।’

করোনা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘এখন সময়টা খুব খারাপ। আমাদের দুইটা দানবের সঙ্গে লড়তে হচ্ছে। একটা হচ্ছে অদৃশ্য দানব করোনাভাইরাস। সারা দেশে এই সংক্রমণ পরিস্থিতি খুবই খারাপ।

‘আমরা দেখছি, এই করোনা নিয়েও তারা ব্যবসা করে। টেস্ট নিয়ে ব্যবসা করে, হাসপাতালের বেড নিয়ে ব্যবসা করে, হাসপাতাল নিয়ে ব্যবসা করে, এখানে ৩০০ ফিটের কাছে একটা হাসপাতালই তারা উধাও করে দিয়েছে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নং ওয়ার্ডে বেরাইদ এলাকায় বিএনপি মহানগর উত্তরের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান হয়।

বেরাইদে একটি নিমগাছের চারা রোপণ এবং স্থানীয় নেতাদের মধ্যে নিমগাছের চারা বিতরণ করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন মহাসচিব। বিএনপি এই কর্মসূচির আওতায় সারা দেশে ৫ লাখ নিমগাছের চারা বপন করবে। ঢাকা মহানগর উত্তরের নেতারা জানান, তারা উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের ১০ হাজার নিমগাছ লাগাবেন।

মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি মুন্সি বজলুল বাসিত আনজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এফ এম আবদুল আলীম নকির সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, সহ-সম্পাদক রওনাকুল ইসলাম টিপুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর