বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা। মঞ্চ থেকে বারবার বলা হচ্ছে, হাততালি দেবেন না। কিন্তু নেতা-কর্মীরা কথায় কথায় হাততালি আর স্লোগান দেন।
বিষয়টি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ক্ষুব্ধ করে। তিনি বলেন, ‘এটা হাততালির অনুষ্ঠান নয়। বারবার বলা হয়েছে মঞ্চ থেকে যে হাততালি দেবেন না। আপনারা দিয়েই যাচ্ছেন।’
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।
ক্ষুব্ধ ফখরুল বলেন, ‘আমি তখন থেকে ওখানে বসে বসে লক্ষ করছি। আপনাদের প্রিয় নেতারা যারাই বক্তব্য দিচ্ছেন, আপনারা শুধু স্লোগান দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, হাততালি দিচ্ছেন। যেখানে হাততালি দেয়ার কথা না আজকে। বারবার বলা হয়েছে মঞ্চ থেকে যে হাততালি দেবেন না। এটা হাততালির অনুষ্ঠান নয়। আপনারা দিয়েই যাচ্ছেন।’
তিনি বলেন, ‘আলোচনা সভা কাকে বলে সেটা বুঝতে হবে, কনফারেন্স কাকে বলে সেটা বুঝতে হবে, সংলাপ কাকে বলে সেটা বুঝতে হবে, তা যদি না বুঝি তাহলে রাজনৈতিক দলের সদস্য হলাম কেন?’
স্লোগান রাজপথে দেয়ার বিষয়, তা নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দিয়ে দলের মহাসচিব বলেন, ‘বক্তার যে আসল কথা, তা কেউ শোনেন না। এখানে প্রচণ্ড গরম। সবাই অস্থির হয়ে যাচ্ছে। গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে আপনাদের স্লোগান। স্লোগান অত্যন্ত ভালো জিনিস ভাই। চলেন না রাজপথে যাই। গিয়ে স্লোগান দিই।’
বিএনপির বর্ষীয়ান এই নেতা বলেন, ‘আমার তো কম অভিজ্ঞতা হয়নি। বয়স ৭৩ পার হয়ে গেছে। এই যে ইশরাকের আব্বা সাদেক হোসেন খোকা সাহেব যখন ঢাকা মহানগরের প্রেসিডেন্ট ছিলেন, তখন থেকে তো আমি আছি। দেখছি তো। দয়া করে ওই জিনিসগুলো মনে রাখবেন। আজকে এখানে বসেছি আমরা।
‘মিলিত হয়েছি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে জানার জন্য। ইচ্ছা ছিল আজকে আপনাদের তার সম্পর্কে বলব। কিন্তু এখন আর বলার কোনো অবকাশ নেই। সেই মানসিকতাও নাই। আর আপনারা সেটা শুনতেও আসেননি। যাই হোক এটা আপনারা মনে রাখলে খুশি হব। সবাই খুশি হবে উপকৃত হবে।’
তিনি বলেন, ‘দেশবাসী জানতে পারবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ছিল? এই যে সাত দিন, আট দিন, নয় দিন ১০ দিন ধরে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন করছি, কেন করছি? এই জন্য করছি, তার সম্পর্কে দেশের মানুষকে জানাতে চাই। এজন্য করছি যে আওয়ামী লীগ আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আপনারা নেতাদের নামে স্লোগান দিচ্ছেন। আজকে দেশে যাচ্ছি বেগম খালেদা জিয়া কোথায়? আপনারা কেউ তার মুক্তি দাবি করে স্লোগান দেননি।’
আজকের অনুষ্ঠানে বক্তব্য দেয়ার পরিবেশ সৃষ্টি হয়নি মন্তব্য করলে মির্জা ফখরুলের বক্তব্যের মধ্যে স্মিত হেসে সভার সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘স্যার আপনি বলেন, সবাই শুনবে।’
এর জবাবে ফখরুল বলেন, এখানে বলার পরিবেশ সৃষ্টি হয়নি। আজকের অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে।
অবশ্য অনুষ্ঠান শেষে নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।