বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফের ক্ষেপেছেন কাদের মির্জা

  •    
  • ১০ জুন, ২০২১ ২১:১১

ওবায়দুল কাদেরের উদ্দেশে কাদের মির্জা বলেন, ‘আপনি মনে করছেন আপনি সব। আপনারে করুণা করে রাখছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা একেবারে ইয়ে হয়ে যাননি যে আপনারে ছাড়া দল চালাতে পারবেন না। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেন নাই। আপনি ডুয়েল রোল প্লে করেন। আপনার স্ত্রী হচ্ছে এখন আপনার রাজনীতির নিয়ামক শক্তি। আপনার সারা মন্ত্রণালয়ে দুর্নীতি।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আবার ক্ষেপেছেন তার আপন ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

ওবায়দুল কাদেরের দায়িত্বে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পুরোটা জুড়ে দুর্নীতি বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ কথা বলেন কাদের মির্জা।

ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি মনে করছেন আপনি সব। আপনারে করুণা করে রাখছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা একেবারে ইয়ে হয়ে যাননি যে আপনারে ছাড়া দল চালাতে পারবেন না।

‘আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেন নাই। আপনি ডুয়েল রোল প্লে করেন। আপনার স্ত্রী হচ্ছে এখন আপনার রাজনীতির নিয়ামক শক্তি। আপনার সারা মন্ত্রণালয়ে দুর্নীতি। উপর থেকে নিচ পর্যন্ত, আপনার বাসার চাকরানি পর্যন্ত মাসোয়ারা খায়। আমি প্রমাণ করতে না পারলে হিজরত করুম।’

দীর্ঘ ফেসবুক লাইভে কাদের মির্জা আরও বলেন, ‘এক সপ্তাহের মধ্যে সব ঠিক করেন। না হয় পরিণতি ভয়াবহ হবে। মরবেন তো, অপবাদের বোঝা নিয়ে মরতে হবে। সম্মান নিয়ে বাঁচতে পারবেন না।

‘আপনার বউ যেসব করছে তাতে প্রমাণ হয়, বাংলাদেশের ১০ জন দুর্নীতিবাজের মধ্যে একজন আপনার স্ত্রী। যদি প্রমাণ করতে না পারি হিজরত করুম।’

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম আগে কেউ শুনেছে বলে মনে হয় না-এমন মন্তব্য করে তিনি বলেন, ‘কপাল ভালো মন্ত্রী হয়েছেন। তার কর্মীরাও বলে আমাদের নেতা মন্ত্রী হবে ভাবিনি। আপনার কর্মীরা বলে আপনি ভালো মানুষ। আপনি যেহেতু ভালো মানুষ। আপনি নেত্রীকে বলে বায়তুল মোকাররম মসজিদে ইমামতি করেন।’

চিকিৎসার জন্য বৃহস্পতিবার ভোর সোয়া ৪টায় ছেলে মির্জা মাশরুর কাদের তাশিককে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল কাদের মির্জার।

তবে নিজের নেতা-কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সফর বাতিল করে ঢাকা থেকে এলাকায় ফিরে যান বলে জানিয়েছেন তার অনুসারী যুক্তরাষ্ট্র প্রবাসী আইয়ুব আলী।

আইয়ুব আলী জানান, বুধবার সন্ধ্যায় মেয়র চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় জানতে পারেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ হামলার পরিকল্পনা করতে বৈঠকে বসেছে। এরপর বসুরহাট রওনা দিয়ে রাত পৌনে ২টার দিকে পৌরসভা কার্যালয়ে পৌঁছান কাদের মির্জা।

তিনি আরও জানান, ওবায়দুল কাদেরের পরামর্শে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কাদের মির্জা।

বসুরহাট পৌরসভা নির্বাচনের প্রাক্কালে গত বছরের ৩১ ডিসেম্বর নিজের নির্বাচনি ইশতেহার ঘোষণার সময় দলীয় সংসদ সদস্যদের কঠোর সমালোচনা করে সারা দেশে আলোচনায় আসেন কাদের মির্জা। এরপর দফায় দফায় বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনায় মুখর হয়ে ওঠেন তিনি।

এ বিভাগের আরো খবর