চট্টগ্রামের পাঁচ উপজেলায় অক্টোবর মাসের মধ্যে সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদ।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সায়েম খান জানান, সভায় আগামী অক্টোবরের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়া, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ ও পাঁচ উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে ওই মতবিনিময় সভা হয়।
সভায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।