ঢাকা উত্তর সিটি করপোরেশনে এক বছর আগে মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তাবিথ আউয়াল বড় ব্যবধানে হারলেও তাকে ‘জনগণের মেয়র’ হিসেবে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাবিথসহ কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে মঙ্গলবার দুপুরের দিকে দেখতে গিয়ে তাবিথের ব্যাপারে এ মন্তব্য করেন তিনি।
ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর উদ্দেশে ফখরুল বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমাদের সঙ্গে আপনাদের এই এলাকার মেয়র প্রার্থী তাবিথ আউয়াল আছেন। যদিও সরকারের নির্বাচন কমিশন তাকে হারিয়ে দিয়েছে। তারপরও জনগণের নির্বাচিত মেয়র তাবিথ।’
বেশ সম্ভাবনা নিয়ে গত বছর ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে লড়েছিলেন তাবিথ। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি।
পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে তাবিথকে হারিয়ে মেয়র পদ ধরে রাখেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম। তার পাওয়া ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোটের বিপরীতে তাবিথ পান ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।
ভোটে কারচুপির অভিযোগ তুলে বিএনপি বলে আসছিল সুষ্ঠু ভোট হলে আতিকুল নয়, জয় পেতেন তাবিথ।
দুই-তিন দিনের মধ্যে বিএনপি থেকে ত্রাণ
বিএনপি আগুনে ক্ষতিগ্রস্ত সাততলা বস্তিবাসীর পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থায়ী বাসস্থান পেতে বস্তিবাসীর দাবির প্রতি একাত্মতা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আশা করি, আগামী দুই-তিন দিনের মধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য সামান্য হলেও দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা করা হবে। আমি আবারও ক্ষতিগ্রস্তদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার দাবি করছি।’
এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা যদি চালু না হয়, তাহলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আমরা যারা সমাজের জন্য কাজ করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, তাদের কাজ হলো অবিলম্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল, মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মুনসী বজলুল বাসিত আনজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকি, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে।