বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আন্দোলনের সময় আসেনি: ফখরুল; তীব্র আন্দোলন: নজরুল

  •    
  • ৭ জুন, ২০২১ ২০:৩৮

এখনও আন্দোলনের ডাক দেয়ার সময় আসেনি। সময় হলেই ডাক আসবে। ছাত্র-যুবকরা মাঠে না নামলে সফলতা কঠিন: ফখরুল। গণতন্ত্রহীন এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে তীব্র গণ-আন্দোলন করা হবে, প্রয়োজন হলে আরও একটা গণ-অভ্যুত্থান করা হবে: নজরুল

এই মুহূর্তে নয়, আন্দোলনের ডাক সময়মতো আসবে বলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের দিন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতা-কর্মীদের বলেছেন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে।

বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নেতা-কর্মীদের তিনি বলেন, ‘আসুন, সামনে যে লড়াই আসবে, সেই লড়াইয়ে সামনে-পিছনে নয়, পাশাপাশি দাঁড়িয়ে লড়াই করব।’

সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

বিএনপি লড়াই শুরু করলে নজরুল ইসলাম খান নিজেও সেই লড়াইয়ে থাকবেন বলে জানান যুবদল নেতাদের। তিনি বলেন, ‘আমার এই বয়সেও আপনাদের সঙ্গে থাকব এবং ইনশাল্লাহ আমরা জয়ী হব।’

দশম সংসদ নির্বাচনের এক বছর পূর্তিতে ২০১৫ সালের ৫ জানুয়ারি সরকার পতনের আন্দোলনে নেমে খালি হাতে ফেরা বিএনপি আর বড় কোনো কর্মসূচিতে যায়নি। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের আগে দলটির নেতারা এক দফা তথা সরকার পতনের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছিলেন। যদিও পরে কোনো কর্মসূচি আসেনি।

নজরুল ইসলাম খান যেদিন এই বক্তব্য রাখেন, সেদিন মির্জা ফখরুল অবশ্য আন্দোলন নিয়ে তাড়াহুড়া না করার কথাই বলেন।

জাতীয় প্রেস ক্লাবেই এক আলোচনায় তিনি বলেন, ‘এখনও আন্দোলনের ডাক দেয়ার সময় আসেনি। সময় হলেই ডাক আসবে। ছাত্র-যুবকরা মাঠে না নামলে সফলতা কঠিন। ছাত্র-শ্রমিক, যুবক-তরুণদের সংগঠিত করে তাদের নেতৃত্বে রাজপথে গণ-অভ্যুত্থান হবে। তরুণদের ছাড়া গণ-অভ্যুত্থান হবে না।’

তবে নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্রহীন এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে তীব্র গণ-আন্দোলন করা হবে, প্রয়োজন হলে আরও একটা গণ-অভ্যুত্থান করা হবে।’

তিনি বলেন, ‘একদলীয় গোরস্থানের ওপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ৯ বছর আন্দোলন করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

গত দুটি সংসদ নির্বাচনের কথা তুলে ধরে নজরুল বলেন, ‘আজকে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় এবং নির্বাচনে অংশগ্রহণ করলে, বিএনপির ভয়ে আগের রাতে নির্বাচন করে আওয়ামী লীগ।‘

এ বিভাগের আরো খবর