২০২১-২২ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছয় কোটি মানুষকে ১৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা না আসার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষদের হাতে এই টাকা এলে অর্থনীতি চাঙ্গা হতো বলে মনে করেন তিনি।
রোববার এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন।
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে প্রয়াত জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা হয়।
ফখরুল বলেন, ‘একটা বাজেট দিয়েছে। আরে বাবা কী গদগদ সমস্ত বাজেট নিয়ে যে, ব্যবসায়ীদের জন্য এটা খুবই ভালো বাজেট হয়েছে। ছয় কোটি মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে। কোথায় তাদের জন্য তো কিচ্ছু করেনি।
‘আমরা বার বার করে বলেছিলাম যে, ১৫ হাজার টাকা করে তিন মাসের জন্য এই মানুষগুলোকে দেয়ার ব্যবস্থা করেন। খুব বেশি কিছু হতো না কিন্তু। কত টাকা লাগত? কেন দিলেন না?’
আগামী অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রেখেছেন এক লাখ সাত হাজার কোটি টাকার বেশি। ভাতাভোগীর সংখ্যা ১৪ লাখ বাড়িয়ে এবার এক কোটি দুই লাখ করার ঘোষণাও এসেছে।
পাশাপাশি শিল্প উদ্যোক্তাদের জন্য প্রণোদনা অব্যাহত রাখছে সরকার।
তবে ফখরুলের অভিযোগ, সরকার টাকা দিচ্ছে অপাত্রে। তিনি বলেন, ‘কাকে টাকা দিচ্ছে? তেলামাথায় তেল দিচ্ছেন। ওই বড় বড় শিল্পপতি, গার্মেন্টস মালিককে দিচ্ছেন, যারা আপনাদের সঙ্গে জড়িত তাদেরকে দিচ্ছেন।’
সাংবাদিকদের কোনো প্রণোদনা না দেয়ারও সমালোচনা করেন বিএনপি নেতা। বলেন, ‘আমি জানি, অনেক সাংবাদিক ৩/৪ মাস যাবত বেতন পাচ্ছেন না।… রিকশা শ্রমিক ভাই, ছোট চাকরিজীবী তারা কিন্তু কোনো প্রণোদনা পাচ্ছে না।’
‘খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস’
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছে অনুপ্রেরণা। তিনি সফল হয়েছেন এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে। এটা সফলতা।
‘সেই জন্যে এই সরকার জানে বেগম জিয়া হচ্ছেন সেই ব্যাবিলনের বংশীবাদক যিনি বাইরে রেরুলে বাঁশি বাজাতে শুরু করবেন লক্ষ লক্ষ মানুষ ঘর থেকে বেরিয়ে আসবে। দ্যাটস দ্য রিয়েলিটি। এজন্য তাকে তারা সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে, এখনও তিনি গৃহবন্দি।’
কোভিড নিয়ে ব্যবসায় করছে সরকার
এই মন্তব্য করে ফখরুল বলেন, ‘তাদের উপদেষ্টা (সালমান এফ রহমান) সাহেবের কথায় অগ্রিম টাকা দিয়ে অক্সেফোর্ড এ্যাস্ট্রোজেনেকার টিকা প্রায় ৭ শ কোটি দিয়ে তিন কোটি টিকা এনে…। এখন আপনার দেড় কোটি টিকাও পায়নি।
‘এটা তারা করছে, জেনেশুনেই তারা এটা করছে।'
রাশিয়া ও চীনের টিকার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘দেখুন কী রকম কাজ করছে। কিছু জন্তু আছে পানি খায় ঘোলা করে খায়। চীন যখন এসে বলল যে, আমার সঙ্গে চুক্তি করো, তারা করলো না। রাশিয়া এসে বলল যে, আমি দেবো, চুক্তি করো। করল না।
‘এখন চীন আর রাশিয়ার কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে। চীন বলছে, মিথ্যা কথা বলেন কেন? আপনাদের সঙ্গে তো কোনো চুক্তিই হয়নি। এটাকে কী বলবে?’