বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘খুনি’ জিয়ার কোনো প্রোগ্রাম ঢাবিতে নয়: ছাত্রলীগ

  •    
  • ৩ জুন, ২০২১ ২২:৩৩

‘ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির পিতার হত্যার সঙ্গে সম্পৃক্ত ছিলে খুনি জিয়াউর রহমানের। আমরা খুনি জিয়ার কোনো প্রোগ্রাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে দেব না। ক্যম্পাসে বিশৃঙ্খলা তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যহত করার চেষ্টা করলে ছাত্রদলকে প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘খুনি’ আখ্যা দিয়ে তাকে স্মরণ করে কোনো কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে না দেয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দলের অনুসারী ছাত্র সংগঠন ছাত্রলীগ।

সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক সমাবেশে এই ঘোষণা দেন।

ছাত্রলীগের মূল্যায়নে ‘শিক্ষাবান্ধব এবং উন্নয়নমূখী বাজেট’ প্রণয়ন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল পরবর্তী এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে জয় বলেন, ‘ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির পিতার হত্যার সঙ্গে সম্পৃক্ত ছিলে খুনি জিয়াউর রহমানের। আমরা খুনি জিয়ার কোনো প্রোগ্রাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে দেব না। ক্যম্পাসে বিশৃঙ্খলা তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যহত করার চেষ্টা করলে ছাত্রদলকে প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট।’

গত ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীকে তার স্মরণে পরদিন ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খাদ্য বিতরণ করতে গেলে বাধা দেয় ছাত্রলীগ। তারা ছাত্রদল কর্মীদের ওপর হামলাও করে। সে সময় এক গণমাধ্যমকর্মীও আহত হন।

গত মঙ্গলবার জিয়ার মৃত্যুবার্ষিকীকে তার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল খাদ্য বিতরণ করতে গেলে হামলা চালায় ছাত্রলীগ

তবে সেদিনের ঘটনায় গণমাধ্যমে ভুল প্রতিবেদন এসেছিল দাবি করে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘সেদিন ছাত্রদলের অন্তকোন্দলের কারণেই সমস্যাটা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তাদের থামানোর চেষ্টা করেছিল। কিন্তু কিছু মিডিয়া ছাত্রলীগকে উদ্দেশ করে নিউজ করেছে।

‘যারা মিথ্যা অপবাদ দিয়ে ছাত্রলীগকে কলুষিত করতে চায় তাদের উদ্দেশে বলবে, ছাত্রলীগ মাঠে আছে দেখেই আপনারা শান্তিতে ঘুমাতে পারেন। ছাত্রলীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সজাগ আছে। কেউ অরাজকতা করলে তাদের প্রতিহত করতে আমরা প্রস্তুত থাকব।’

তবে জয় অস্বীকার করলেও ঘটনার পর ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলার কথা স্বীকার করেছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা।

তখন তিনি নিউজবাংলাকে বলেন, “ছাত্রদল সন্ত্রাসী সংগঠন৷ এরা বিভিন্ন সময় ক্যাম্পাসে ঢুকে অরাজকতার চেষ্টা করে। আমরা খবর পেয়েছি আজকেও তারা বড় ধরনের অরাজকতা তৈরি করার চেষ্টা করবে। এই সংবাদের ভিত্তিতে তাদেরকে আমরা হালকা ‘নাস্তা পানি খাওয়াইছি।”

বাজেটের প্রশংসা করে ছাত্রলীগের সমাবেশের একাংশ

বাজেটের প্রশংসা করে ছাত্রলীগ সভাপতি জয় বলেন, ‘এ দেশের জনগণ, কৃষক, শিক্ষার্থী এবং স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য এ বাজেট। এই উন্নয়ন এবং গণমুখী বাজেট করার জন্য প্রাণপ্রিয় নেত্রীকে ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য ছাত্রলীগ সবসময় কাজ করে যাবে।’

তিনি বলেন, ‘আমরা ধন্য আমাদের এমন একজন প্রধানমন্ত্রী আছেন। সারা বিশ্ব যখন করোনা মহামারিতে অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। সেই উন্নয়ের প্রতিফলন আজকের বাজেটে আমরা দেখেছি।’

আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদী হাসান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর