জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব ও উন্নয়নমুখী আখ্যা দিয়ে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বাজেট নিয়ে জামায়াত-বিএনপি ও কুচক্রী মহল কোনো ষড়যন্ত্র করলে দাঁত ভাঙা জবাব দেবেন তারা।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরে বাজেট পেশ করার পর আনন্দ মিছিল বের করেছে যুবলীগ। মিছিল পরবর্তী সমাবেশে কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘এই করোনা মহামারিতেও যখন সারাবিশ্ব অর্থনৈতিকভাবে স্থবির সেই সময়েও রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এত বড় বাজেট দিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছেন। এ বাজেট মানবতার বাজেট, এ বাজেট মানুষের অধিকারের বাজেট, এ বাজেট মানুষের কল্যাণের বাজেট।’
বাজেট ঘিরে একটি কুচক্রী মহল নানা ধরণের ভ্রান্তধারণা তৈরির অপচেষ্টা করছে জানিয়ে নিখিল বলেন, ‘মনে রাখবেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার এই উন্নয়নমুখী বাজেট নিয়ে যদি জামায়াত-বিএনপি ও কুচক্রী মহলের লোকেরা কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে, অপপ্রচার করে তাহলে বাংলার যুবসমাজকে সঙ্গে নিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে থেকে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ।’
মিছিল ও সমাবেশে যুবলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা শামিল হন।