রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার চিকিৎসকরা নন, দলের পক্ষ থেকে দলের মহাসচিব মিডিয়াকে ব্রিফ করবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ।
শনিবার বিকেলে নিউজবাংলাকে এ কথা জানান তিনি।
এ সময় মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে নতুন রিপোর্ট করেছে বলে জানিয়েছেন তিনি।
ডা. এ জেড এম জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিএনপি মহাসচিব গতকাল সংবাদ সম্মেলনে যে মেডিক্যাল বোর্ড বসার কথা জানিয়েছেন, গতকাল বিকেলে সেটা বসেছে। দীর্ঘ সময় তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে নতুন রিপোর্ট তৈরি করেছে।
আগামী আরও ৪৮ ঘণ্টা খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তিনি। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পর পরবর্তী করণীয় ঠিক করবে মেডিক্যাল বোর্ড।
২০২০ সালের মার্চ দেশে করোনা সংক্রমণ দেখা দেয়ার পর বিএনপি নেত্রীকে দেশের বাইরে না যাওয়া এবং বাড়িতে বসে চিকিৎসা নেয়ার শর্তে ছয় মাসের জন্য দণ্ড স্থগিত করে মুক্তি দেয়া হয়। এরপর দুই দফা বাড়ানো হয় দণ্ড স্থগিতের মেয়াদ।
গত ২৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে তার করোনা নেগেটিভের খবর পাওয়া গেলেও হাসপাতালে থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।