বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর হর্টিকালচারসংলগ্ন এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
পরে মোহাম্মদপুর টাউন হল মার্কেট এলাকা, ধানমন্ডির তাকওয়া জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
সব মিলিয়ে চার শতাধিক গরিব মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে খাবার বিতরণের সময় মানা হয়েছে স্বাস্থ্যবিধি। এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে জেডআরএফ গঠিত উপকমিটির আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সদস্যসচিব প্রকৌশলী মাহবুব আলমসহ আরও অনেকে।
জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে একটি উপকমিটি গঠন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এই কমিটির উদ্যোগে তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
খাবার বিতরণের প্রথম দিনের কর্মসূচি ছিল শনিবার। রোববার রাজধানীর শেরেবাংলা নগরসংলগ্ন জিয়ার মাজার জিয়ারত এবং মঙ্গলবার জেডআরএফের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।