বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইলিয়াস আলি নিয়ে আব্বাসের বক্তব্যের জবাব চান নুর

  •    
  • ২৮ মে, ২০২১ ১৪:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘আমি আজ বিএনপি কর্মীদেরকে জিজ্ঞাসা করতে চাই, মির্জা আব্বাস সাহেব যে বললেন, বিষয়টি হালকা করে দিলেন। মির্জা আব্বাস কোথা থেকে এত বছর পর এই তথ্য পেলেন। আমরা যে বারবার বলছি এইসব গুম খুনের সঙ্গে সরকার জড়িত, ইন্টারন্যাশনাল গোয়েন্দা জড়িত।’

আওয়ামী লীগ সরকার নয়, ইলিয়াস আলীকে গুম করেছে বিএনপিই’- বিএনপির নিখোঁজ সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের এমন বক্তব্যের জবাব চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর সংগঠন ‘মায়েদের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে গুম হওয়া স্বজনদের ফিরে পেতে আকুতি জানান স্বজনহারা শিশু, কিশোর ও বৃদ্ধ পিতা-মাতারা।

এই আয়োজনে বক্তব্য রাখেন নুর। তিনি বলেন, ‘এখানে যারা আছেন সবাই তাদের স্বজন হারিয়েছেন। ইলিয়াস আলীর পরিবার এখনও জানে না তিনি কোথায় আছেন। আপনারা না জানলেও আমি আমার সল্প জ্ঞানে জানি বিএনপি নেতা ইলিয়াস আলীকে ভারতের র এখানে থেকে গুম করে আগরতলা দিয়ে নিয়ে গেছে। ওখানে তাকে হত্যা করা হয়েছে।’

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। তার পরিবার ও বিএনপির অভিযোগ, এই নেতাকে ‘গুম’ করে রেখেছে সরকার।

মির্জা আব্বাস জানান, ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয় মারাত্মক রকমের। তখন ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে।

তিনি বলেন, ‘সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো, আমার দলে এখনও রয়ে গেছে। যদি এদের দল থেকে বিতাড়িত না করেন, তাহলে কোনো পরিস্থিতিতেই দল সামনে এগোতে পারবে না।’

ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ৯ বছর পর মির্জা আব্বাসের এমন বক্তব্য বুঝে উঠতে পারছেন না নুর। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি আজ বিএনপি কর্মীদেরকে জিজ্ঞাসা করতে চাই, মির্জা আব্বাস সাহেব যে বললেন, বিষয়টি হালকা করে দিলেন। মির্জা আব্বাস কোথা থেকে এত বছর পর এই তথ্য পেলেন। আমরা যে বারবার বলছি এইসব গুম খুনের সঙ্গে সরকার জড়িত, ইন্টারন্যাশনাল গোয়েন্দা জড়িত।’

নুর বলেন, ‘আমি বিনয়ের সাথে ওনার কাছে কাছে জানতে চাই, বিনপির নেতা কর্মীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা কীভাবে দেখবেন। তার কাছ থেকে এত বছর পর এই বক্তব্য মেনে নেয়া যায় না। আমার বিশ্বাস তিনি যেটা বলেছেন সেটা কোথা থেকে প্রেস্ক্রাইব একটা বক্তব্য।

‘পল্টনে আমারও অফিস আছে। আমার কাছেও অনেক মা বোন আসেন। আমি তাদেরকে কী বলব জানি না। তারা আমাকে জিজ্ঞাসা করেন যে আমরা কী দোয়া করব? মারা গেছে না জীবিত আছে?’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমিও গুম হয়েছিলাম তবে আমি অনেক লম্বা সময় ছিলাম না আবার অনেক অত্যাচারও করা হয়নি। কিন্তু কতবড় মানসিক নির্যাতন সেটা যার গেছে সেই বুঝতে পারে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যার কাছে এত অনুনয় করা হচ্ছে তিনি কী কারো কথা শোনেন। আমরা মাননীয় বলি আর অতি মাননীয় বলি যে মাঝে মাঝে আমার জিজ্ঞাসা হয় উনি কীভাবে এত মাননীয় হলেন? উনি তো বিনা ভোটে রাতের বেলায় নির্বাচিত হয়েছেন।

‘এখন জেলখানায় মানুষ মারা যায়। আপনার কেউ জেলখানায় গেছেন কী না জানি না। দোয়া করি যেন না যেতে হয়। সেখানে লেখা থাকে “রাখিব নিরাপদ দেখাব আলোর পথ”। আলোর পথ তো দেখান কিন্তু নিরাপদ মানে এইভাবে জেলের মধ্যে হত্যাকাণ্ড। একজন মানুষকে খুঁজে না পেলে তার খুঁজে পাওয়ার দায়িত্ব কার?’

আলোকচিত্রী শহিদুল ইসলাম বলেন, ‘এই মানুষদের শূন্যতা কীভাবে পূরণ করা হবে। যে সরকার এই শূন্যতা তৈরি করেছে তারা কী করবে। স্বাধীনতা কী শুধু কিছু মুষ্টিমেয় মানুষের জন্য।’

এ বিভাগের আরো খবর