করোনার মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে নতুন আতঙ্ক হিসেবে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে নিজ বাসভবনে এক নিয়মিত ব্রিফিংয়ে তিনি করোনা ও ব্ল্যাক ফাঙ্গাস ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
কাদের বলেন, ‘দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হারে ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। এর মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস নতুন আতঙ্ক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
‘এখনও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ করা যাচ্ছে। এই মুহূর্তে সবার সচেতন হওয়া জরুরি।’
করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস নতুন আতঙ্ক নিয়ে সামনে এসেছে। সম্প্রতি মহামারিতে নাজেহাল ভারতে ব্যাপক হারে দেখা গেছে এই ছত্রাকের সংক্রমণ। দেশেও অন্তত দুজনের দেহে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। দেশের একটি বেসরকারি হাসপাতালে একজন মারা যাওয়ার তথ্যও দিয়েছেন চিকিৎসকরা।
ব্ল্যাক ফাঙ্গাস একটি মিউকরমাইকোসিস বা বিশেষ ধরনের অণুবীক্ষণিক ছত্রাকের সংক্রমণজনিত রোগ। এটি সবাইকে আক্রান্ত করে না বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
ব্রিফিংয়ে কাদের বলেন, ‘জনগণের মধ্যে উদাসীনতা অব্যাহত থাকলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয়। তাই সবাইকে যার যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
এ সময় ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সরকারের নেয়া পদক্ষেপও তুলে ধরেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
কাদের বলেন, বিএনপি মহাসচিব উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বিবৃতি দিয়েছেন। তার এই বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।
‘লিপ সার্ভিস নয়, দুর্যোগ-দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য’, যোগ করেন তিনি।
এ সময় বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধধর্মাবলম্বীদের অভিনন্দনও জানান তিনি।