বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুবসমাজের কণ্ঠস্বর বাড়েনি: দেবপ্রিয় ভট্টাচার্য

  •    
  • ২৩ মে, ২০২১ ২০:৫৮

‘যুব কণ্ঠস্বরকে জোরালো করার জন্য কাজ করতে হবে। স্থানীয়ভাবে যুবকদের ক্ষমতায়নের ক্ষেত্রে তথ্য ও উপাত্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিতে হবে। দেশে যুবদের সংখ্যা বাড়ালেও স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে তাদের অংশগ্রহণ এখনও সেভাবে বাড়ানো যায়নি।’

দেশে যুবসমাজের সংখ্যা বাড়লেও কণ্ঠস্বর বাড়েনি বলে মন্তব্য করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য।

রোববার এক সংলাপে এ কথা বলেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, ‘যুব কণ্ঠস্বরকে জোরালো করার জন্য কাজ করতে হবে। স্থানীয়ভাবে যুবকদের ক্ষমতায়নের ক্ষেত্রে তথ্য ও উপাত্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিতে হবে। দেশে যুবদের সংখ্যা বাড়ালেও স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে তাদের অংশগ্রহণ এখনও সেভাবে বাড়ানো যায়নি।

‘অর্থাৎ দেশে যুবসমাজের সংখ্যা বাড়লেও কণ্ঠস্বর বাড়েনি।’

‘এসডিজি বাস্তবায়নে জবাবদিহিতা: স্থানীয় প্রেক্ষিত ও যুবসমাজ’ শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে এমন হতাশার কথা বলেন তিনি।

সংলাপে মূল প্রতিবেদন উপস্থাপন করেন নাগরিক প্ল্যাটফর্মের গবেষক নাজীবা আলতাফ।

তিনি বলেন, শুধু কর্মভিত্তিক দক্ষতা বৃদ্ধির দিকে মনোনিবেশ না করে সরকারি ও বেসরকারি পর্যায়ে যুবভিত্তিক প্রশিক্ষণ, আইসিটি বিষয়ে প্রশিক্ষণ এবং যুবদের অধিকার-সম্পর্কিত প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্যোগ দিতে হবে।

তিনি আরও বলেন, শুধু পরোক্ষভাবে পরামর্শ গ্রহণ-প্রক্রিয়া নয়, যুবদের স্থানীয় ও জাতীয় পর্যায়ে এসডিজি জবাবদিহি প্রক্রিয়ায় প্রত্যক্ষভাবে যুক্ত করতে হবে। সুনির্দিষ্ট এসডিজি-সম্পর্কিত এবং যুবভিত্তিক কাউন্সিল প্রতিষ্ঠা করতে হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে ই-লার্নিং প্ল্যাটফর্ম এসডিজির জবাবদিহি এবং যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক রাশেদুল ইসলাম বলেন, যুব প্রশিক্ষণগুলোর যথাযথ প্রতিবেদন এবং প্রভাব বিশ্লেষণের অভাব রয়েছে। অ্যাকশনএইড এবং নাগরিক প্ল্যাটফর্মের মতো অন্যান্য সংস্থাকে সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ২০১৭ ও ২০২০ সালে বাংলাদেশ স্বেচ্ছাসেবী জাতীয় পর্যালোচনায় (ভিএনআর) এসডিজি বাস্তবায়নের প্রগতি তুলে ধরলেও পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও যুবসমাজকে সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। অতিমারির কারণে পিছিয়ে পড়া যুবদের এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে হবে।

অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এই সংলাপের আয়োজন করে।

এ বিভাগের আরো খবর