বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আদালত স্বাধীন বলেই রোজিনার জামিন: কাদের

  •    
  • ২৩ মে, ২০২১ ১৭:১২

‘শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব সরকার। এ দেশের সাংবাদিক ও সংবাদপত্রশিল্পের জন্য সরকার যা করেছে, ৭৫-পরবর্তীকালে আর কোনো সরকার সেই তুলনায় কার্যত কিছুই করেনি।’

সাংবাদিক রোজিনার জামিন পাওয়ার ঘটনায় আদালতের স্বাধীনতার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার সকালে জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইকের অনলাইন আলোচনায় যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনোরূপ হস্তক্ষেপ করেনি।

‘শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব সরকার। এ দেশের সাংবাদিক ও সংবাদপত্রশিল্পের জন্য সরকার যা করেছে, ’৭৫-পরবর্তীকালে আর কোনো সরকার সেই তুলনায় কার্যত কিছুই করেনি। রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়াকান্না করছে, সেই বিএনপি ক্ষমতায় থাকাকালীন সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিল।’

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম গত ১৭ মে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাকে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন সেখানকার কর্মকর্তারা। রাতে তাকে শাহবাগ থানায় নিয়ে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগে মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মামলাটি করেন মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী। মামলায় রোববার রোজিনাকে জামিন দেয় আদালত।

দেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, ‘যতই বড় বড় মেগা প্রকল্প এবং সড়ক চার, ছয়, আট লেন হোক না কেন, সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরে না আসলে জনগণ এর সুফল পাবে না। সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

বিগত যেকোনো সময়ের তুলনায় সবশেষ ১০ বছরে দেশের যোগাযোগ খাতে আশাতীত উন্নয়ন হয়েছে দাবি করে কাদের বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পগুলো চলমান। আশা করা হচ্ছে, আগামী বছর এসব প্রকল্প উদ্বোধন করা হবে।

এ বিভাগের আরো খবর