বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসরায়েলের সঙ্গে সরকারের নতুন প্রেম কি?

  •    
  • ২৩ মে, ২০২১ ১৫:২৪

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে বাংলাদেশের ই-পাসপোর্টে সেখানে ‘একসেপ্ট ইসরায়েল’ যে কথাটি লেখা থাকে আমাদের পাসপোর্টে ই-পাসপোর্ট দেয়া হচ্ছে যাদের সেখানে এই কথাটি লেখা নেই।…বাংলাদেশ সরকার কেন এই নতুন করে প্রেম করতে যাচ্ছে ইসরায়েলের সঙ্গে? কারণটা কী?

সরকার ইসরায়েলের সঙ্গে ‘নতুন প্রেম’ করতে যাচ্ছে কি না- প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাসপোর্ট থেকে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’ বাক্যটি তুলে দেয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

রোববার দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘বাংলাদেশ সরকার কেন এই নতুন করে প্রেম করতে যাচ্ছে ইসরায়েলের সঙ্গে? কারণটা কী?

“বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে বাংলাদেশের ই-পাসপোর্টে সেখানে ‘একসেপ্ট ইসরায়েল’ যে কথাটি লেখা থাকে আমাদের পাসপোর্টে ই-পাসপোর্ট দেয়া হচ্ছে যাদের সেখানে এই কথাটি লেখা নেই।

‘যে ইসরায়েল আমাদের শত্রু, পৃথিবীর শত্রু… ইসরায়েল মানবাধিকারকে ধ্বংস করছে। অনেকে বলেন যে, ফিলিস্তিনি ইসলামী রাষ্ট্র সেই জন্য সমর্থন দেবেন? না, আমরা সমর্থন করি ফিলিস্তিনি মানুষদের, কারণ তারা মানুষ, তাদের শিশুরা শিশু, গত কয়েকদিনে একশর মতো হত্যা করা হয়েছে। কয়েক বছর আগে প্রায় তিন লাখ শিশু হত্যা করা হয়েছিল। ইসরায়েল পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

ইসরায়েলের রাজধানী ও অন্যতম প্রধান শহর তেল আবিব। ছবি: এএফপি

ঈদের পর থেকে বাংলাদেশ যে নতুন পাসপোর্ট ইস্যু করছে, তাতে ইসরায়েলে ভ্রমণের আপত্তি তুলে দেয়া হয়েছে।

সম্প্রতি বেশ কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। তবে বাংলাদেশ এ বিষয়ে কিছু ভাবছে না বলে জানিয়েছে সরকারণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছিলেন, পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখতেই এ সংশোধনী আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পাসপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। সেখানে সংশোধনী আনা হলেও ইসরায়েলের সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন হয়নি।’

তবে এ ঘটনায় ঢাকার প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টির কথা জানিয়েছে তেল আবিব। যদিও দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ন্যূনতম অগ্রগতি হয়নি। তারা কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

এক টুইটবার্তায় রোববার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপমহাপরিচালক গিলাড কোহেন লিখেছেন, ‘অনেক বড় খবর। বাংলাদেশ ইসরায়েলেয়ের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। এবার বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করলে উভয় দেশের জনগণ লাভবান হবে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আমরা বাংলাদেশকে স্বাগত জানাচ্ছি।’

বাংলাদেশে সেনাবাহিনীর জন্য সিগন্যাল সরঞ্জাম কেনার বিষয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদেন উল্লেখ করে তিনি বলেন, ‘সেই রিপোর্টে এসেছিল যে, একটা বিশেষ ডিভাইস সার্ভিলেন্স যন্ত্র, এ যন্ত্র অরিজিনালি ইসরায়েল থেকে সরবরাহ করা হয়েছে। এখন জনগণের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাহলে কি সরকার আবারও ইসরায়েলের সাথে চুক্তি করতে যাচ্ছে?’

বাংলাদেশ সেনাবাহিনী সেই সিগন্যাল সরঞ্জাম কিনেছে সুইডেন থেকে। সেই ইসরায়েলি কোম্পানির নয় বলে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

তিনি বলেন, ‘ইসরায়েল কিন্তু গোয়েন্দাবৃত্তিতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। ওটা করেই কিন্তু সে এখন শক্তিশালী দেশ হয়ে আছে। সুতরাং এ জিনিসগুলো অত্যন্ত উদ্বেগের সঙ্গে বাংলাদেশের মানুষ দেখছে।’

আসলাম চৌধুরীর ইসরায়েল সম্পৃক্ততার দায় নেবে না বিএনপি

বিএনপি ইসরায়েল বিরোধী অবস্থান নিলেও দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে ইসরায়েল সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরেন সাংবাদিকরা।

জবাবে ফখরুল মির্জা ফখরুল বলেন, ‘ব্যক্তিগতভাবে যদি কেউ ব্যবসা বাণিজ্য বা কোনো কারণে যদি সংশ্লিষ্টতা থেকে থাকে তাতে দলের দায় হতে পারে না।’

তিনি বলেন, ‘বিএনপি ইতিমধ্যেই ফিলিস্তিনি প্রেসিডেন্টের নিকট ফিলিস্তিনী জনগণের স্বাধীন রাষ্ট্রের দাবির সঙ্গে একাত্বতা ঘোষণা করে পত্র পাঠিয়েছে এবং আবারও দুই রাষ্ট্র প্রতিষ্ঠার নীতিকে সমর্থন জানাচ্ছে।’

উপ নির্বাচনে অংশ নেবে না বিএনপি

শূন্য হওয়া সংসদীয় আসনের উপ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলেও জানান ফখরুল।

বলেন, ‘দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় এবং এই নির্বাচন কমিশনের অযোগ্যতা ও প্রতিটি নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে আগামীতে লক্ষীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করে বিএনপির স্থায়ী কমিটি।’

এ বিভাগের আরো খবর