বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার কোন রাজনৈতিক সরকার নয়, এটা পুরাপুরি একটি আমলাতান্ত্রিক সরকার। আমলারাই নীতি নির্ধারণ করে, দেশ পরিচালনা করে। এ কারণেই দেশে চরম অবস্থার সৃষ্টি হয়েছে।
ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে বুধবার বেলা ১১টায় এক মতবিনিময় সভায় একথা বলেন বিএনপির মহাসচিব।
সচিবালয়ে নথি চুরির অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফখরুল বলেন, ‘বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকার। এদের নির্ভর করতে হয় আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকলে এরকম অবস্থা তৈরী হতো না।’
সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলা করা উপসচিবসহ ছয়জনের বদলির বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘বদলি করাটা সমাধান নয়, তাৎক্ষণিকভাবে তাদের বরখাস্ত করা উচিত ছিল। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলা রুজু করার প্রয়োজন ছিল। তাদেরকে কারাগারে নেয়ার দরকার ছিল। সাংবাদিকরা যেন চুরি, দুর্নীতির সংবাদ গণমাধ্যমে প্রকাশ করতে না পারে সেজন্যই এই ঘটনার অবতারণা।’
সভায় ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. আব্দুল হালিম, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর করিম, মহিলা দলের সভানেত্রী ফোরাতুন্ন নাহার প্যারিসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।