দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিম বু কিয়ুমকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে উষ্ণতম অভিননন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা তার অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন, কিম বু কিয়ুম রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তার দেশকে বৃহত্তর শান্তি, অগ্রগতির দিকে নিয়ে যাবেন। প্রধানমন্ত্রীর প্রেসউং এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ, শান্তি, নিরাপত্তা ও সবার জন্য সমৃদ্ধির যে দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে, তার পুনরাবৃত্তি করে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেন শেখ হাসিনা। কোরিয়ার সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ ও দৃঢ়বন্ধনের ওপরও জোর দেন তিনি। বলেন, ‘আমি আন্তরিকভাবে বিশ্বাস করি উভয় দেশের জনগণের স্বার্থে বৃহত্তর বাণিজ্য, বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন ও টেকনিক্যাল কোঅপারেশনের ক্ষেত্রে আমাদের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে।’
বাংলাদেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার ক্রমবর্ধমান বিনিয়োগকে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে সরকারের উন্নয়ন মহাপ্রকল্পে দক্ষিণ কোরিয়ার সরকারের অব্যাহত অংশগ্রহণের আন্তরিক প্রশংসা করেন শেখ হাসিনা।
কোরিয়ার সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে তার সরকার ঘনিষ্ঠভাবে কাজ করা অব্যাহত রাখবে বলেও তার সদিচ্ছার কথা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
কোরিয়া প্রজাতন্ত্রের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিম বু কিয়ুমকে উভয়ের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।