একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন, দুর্নীতির দুই মামলায় ১৭ বছর আর বঙ্গবন্ধুকে কটূক্তির মামলায় আরও দুই বছর কারাদণ্ড পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সুনির্দিষ্ট কোনো সময় না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা দোয়া করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে নির্বাসিত অবস্থায় আছেন। তাকে যেন আল্লাহ দীর্ঘ জীবন দান করেন। তাকে অচিরেই দেশে এসে আমাদের দলকে নেতৃত্ব দিতে, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নেতৃত্ব দিতে পারেন।’
শুক্রবার ঈদুল ফিতরের নামাজের পর বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করার সময় এমন কথা বলেন তিনি।
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার তারেক রহমানের বিরুদ্ধে মোট চারটি মামলায় রায় হয়। পরের বছর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসা করাতে তিনি যুক্তরাজ্যে যান। কিন্তু আর দেশে ফেরেননি।
চারটি মামলায় তার সাজা হলেও আরও বেশ কিছু মামলা চলমান আছে দেশের বিভিন্ন আদালতে।
২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দিলে ওই রাতেই তারেককে ভারপ্রাপ্ত চেয়ারপারসন করে বিএনপি।
ফখরুল বলেন, ‘আল্লাহতালা যেন অতি দ্রুত আমাদের নেত্রী, গণতন্ত্রের আপোষহীন নেতা, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন এ বিষয়ে আমরা দোয়া করেছি।
‘আমরা এই দোয়া চেয়েছি যে, আল্লাহতায়ালা যেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বেহেস্তে নসিব করেন।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশে একটি ফ্যাসিবাদ কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যেন সেই শক্তি অর্জন করতে পারি।’
সরকারের ভুল সিদ্ধান্তের কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা সবাই জানেন, আজকে ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে, দুঃসময়ের মধ্য দিয়ে।
‘এক দিকে করোনার ভয়াবহ আক্রমণ, অন্যদিকে সরকারের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। এই অবস্থা থেকে জনগণের যেন রক্ষা হয় এই দোয়া আমরা করেছি।’
ধীরে হলেও খালেদার স্বাস্থ্যের উন্নতি
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আলহামদুলিল্লাহ, তিনি ধীরে ধীরে হলেও ইমপ্রুভ করছেন।
‘বেশ ইমপ্রুভ করেছেন ইতোমধ্যে। ডাক্তার আমাকে বলেছেন, তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তারা আশাবাদী, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
মহাসচিব বলেন, ‘আপনাদের মাধ্যমে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শুধু নিজের জন্য নয় সারা দেশের মানুষের জন্য দোয়া চেয়েছেন। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।’
এ সময় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।