সরকার মানবিক কারণে করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে, এমন আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি এ আশার কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি (খালেদা) আগেও কারান্তরীণ ছিলেন, এখনও আছেন। এই অবস্থায় তার কিছু জটিলতা সৃষ্টি হয়। সে জন্য আমাদের দেশের বেশির ভাগ মানুষের আকাঙ্ক্ষা বা ইচ্ছা যে তার চিকিৎসাটা পূর্ণাঙ্গ কোনও হাসপাতালে হোক। উন্নত চিকিৎসা বলতে বাংলাদেশে উন্নত যে হাসপাতাল আছে।’
ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশে আরও উন্নত কোনও হাসপাতালে চিকিৎসা দেয়া সম্ভব কি না, এ বিষয়ে গতকাল (বুধবার) তার পরিবার থেকে অনুমতি চাওয়া হয়েছে। আমরা আশা করি, সরকার মানবিক কারণে তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে।’
বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়া সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।
এ বিষয়ে সরকারের ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা করেন ফখরুল। তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যায় খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। তাকে বিদেশে নিতে পরিবারের ইচ্ছার কথা তুলে ধরেছি। পরিবার চায় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে।’
এ সময় করোনায় মারা যাওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের দশটি পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার তুলে দেন ফখরুল।