করোনা মহামারিতে দুস্থ, কর্মহীন ও অসহায়দের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
জি এম কাদের বলেন, ‘করোনায় প্রায় আড়াই কোটি মানুষ নতুনভাবে দরিদ্র হয়েছে। অসহায় মানুষের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি হয়ে পড়েছে। সমাজের বিত্তবানরাও এখন তাদের পাশে দাঁড়ান।
‘করোনা মহামারিতে চলছে রমজান, সামনে ঈদ। কর্মহীন মানুষ সঞ্চয় ভেঙে সংসার চালিয়ে রিক্ত হয়ে পড়েছে। কর্মহীনদের জন্য সরকারের পক্ষ থেকেই মূল উদ্যোগ নিতে হবে।’
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিলেন। তার আদর্শে অনুপ্রাণিত জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী অসহায় মানুষের পাশে থাকুন। সাধ্যমত সহায়তা করুন সম্বলহীন মানুষকে।’