করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভারতের সঙ্গে দেশের সব স্থলসীমান্ত বন্ধের দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার দুপুরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, ‘করোনার ভয়ংকর প্রকোপে বিপর্যস্ত স্বাস্থ্যসেবা পরিস্থিতি। ইতিমধ্যে বিশ্বে সংক্রমণের হারের দিক থেকে ভারত বহু দেশকে ছাড়িয়ে গেছে। সেখানে সংক্রমণ মারাত্মক পর্যায়ে চলে গেছে, সেখানকার পরিস্থিতিও ভয়াবহ।
‘আমি ভারতের বিষয়টা এ কারণে উল্লেখ করছি যে ভারতের সঙ্গে আমাদের এখনও বিপুল পরিমাণ ব্যবসায়িক সম্পর্ক এবং স্থলপথে আমাদের নাগরিকদের যাতায়াত আছে। বিশেষ করে মেডিক্যাল ভিসা পেতে ও অন্যান্য কারণে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘পশ্চিমবঙ্গে ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে। সে জন্য আমরা মনে করছি স্থলপথে যে সীমান্তগুলো প্রতিবেশী ভারতের সঙ্গে এখনও খোলা রয়েছে সেগুলো পুরোপুরি বন্ধ করে দেয়া দরকার।’
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: নিউজবাংলা
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে বলা হয়েছে বাইরে থেকে যারা উড়োজাহাজে করে বাংলাদেশে আসবেন তাদের মাত্র তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমন নিয়ম আমি বিশ্বের কোথাও রয়েছে বলে শুনিনি।’
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল আরও বলেন, ‘ওই সব ঢিলেঢালা ব্যবস্থাগুলো আজকে আমাদের পরিস্থিতিকে ভয়ংকর করে তুলছে।’
ভারতে দৈনিক শনাক্ত
শনিবার করোনা শনাক্তে টানা তিন দিন রেকর্ড করেছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে তৃতীয় দিনে ২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে।
এতে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জনে।
করোনাভাইরাসে নতুন করে দেশটিতে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জন ছাড়িয়েছে।