মেয়র নির্বাচনের পর থেকে একের পর এক সংঘর্ষ, সহিংসতা ও প্রাণহানির ঘটনার পর এবার কোম্পানীগঞ্জে শান্তি চান নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা ফেসবুকে লাইভে এসে জানালেন, কোম্পানীগঞ্জের শান্তি ফেরাতে তার ১১ দফা প্রস্তাবনার কথা।
তবে এবার নিজের নয়, অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি বুধবার ভোর ৪টায় লাইভে আসেন।
তিনি বলেন, ‘আমাদের প্রিয় কোম্পানীগঞ্জে যেন রক্তপাত, সংঘাত, সংঘর্ষ না হয়, এ জন্য অস্ত্রমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত ও দুর্নীতিবাজমুক্ত কোম্পানীগঞ্জ গড়তে হবে।’
এর জন্য তিনি ১১টি প্রস্তাব দেন, যার দ্রুত বাস্তবায়নের দাবিও জানান।
এর মধ্যে রয়েছে, নোয়াখালীর যেসব প্রশাসনিক কর্মকর্তা নিরপেক্ষতা হারিয়েছেন, তাদের সরিয়ে অস্ত্রের রাজনীতি বন্ধ করা। সাংবাদিক মুজাক্কির ও অটোরিকশাচালক আলাউদ্দিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার।
পৌর মেয়র তার ছেলে তাশিক মির্জার ওপর হওয়া হামলারও তদন্ত চেয়েছেন। সেই সঙ্গে গত তিন মাসে হওয়া সব মামলার দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবিও করেছেন তিনি।
তার দেয়া ১১ দফা প্রস্তাবনার মধ্যে আরও আছে, কোম্পানীগঞ্জে রাজনৈতিক ও প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা এবং গত তিন মাসে অন্যায়ভাবে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের দ্রুত মুক্তি দেয়া।